কণিকা স্মরণে মরমি ‘গোপন প্রাণে একলা মানুষ’
শিশির মঞ্চে রবীন্দ্রকাব্য ও গানের একটি বৈচিত্রপূর্ণ প্রযোজনা মঞ্চস্থ হয় সম্প্রতি ভারত ও বাংলাদেশের তিনজন বাচিক ও সংগীতশিল্পীর সমন্বয়ে। ‘গোপন প্রাণে একলা মানুষ’ শিরোনামে কিংবদন্তী রবীন্দ্র সংগীতশিল্পী কণিকা বন্দোপাধ্যায়ের ৯৮তম জন্মদিবসে আয়োজিত এই বৈচিত্র্যপূর্ণ প্রযোজনায় অংশ নেন, প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক জাহান বশীর। আবৃত্তিতে ছিলেন, বাচিক ও সংগীতশিল্পী বিধুরা ধর এবং সংগীতে অধ্যাপক উজ্জ্বল বন্দোপাধ্যায়। এই প্রযোজনায় গ্রন্থিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ২২টি কবিতা এবং ৪টি সংগীত, যার ভাবনা ও পরিকল্পনায় ছিলেন জাহান বশীর। অনুষ্ঠানটি ব্যাপকভাবে দর্শক নন্দিত হয়।