Sunday, May 19, 2024
কৃষ্টি-Culture

প্রকাশিত ‘ভাণ’ পুজো সংখ্যা

শারদ উৎসবের প্রাক্কালে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পেল ‘ভাণ’ পুজো সংখ্যা। তপন থিয়েটারের দ্বিতলে এক মনোজ্ঞ সন্ধ্যায় পত্রিকাটির আবরণ উন্মোচন করেন এই সময়ের বিশিষ্ট নাটককার মৈনাক সেনগুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক অধ্যাপক ডঃ বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। আগমনী গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শারদ আবহটিকে ধরিয়ে দেন মৌলিকা। পত্রিকার সম্পাদক পত্রিকার বিবিধ প্রসঙ্গ সংক্ষিপ্ত কিন্তু যথাযথ ভাবে উল্লেখ করেন।‌ ‘ভাণ’ পত্রিকা বাংলার প্রয়োগকলা এবং সংস্কৃতিচর্চাকে বিষয় করে প্রকাশিত হয়ে চলেছে।‌ তবে বড়সড় আকারে শারদ সংখ্যা প্রকাশ পেল এই নিয়ে দ্বিতীয়বার। প্রসঙ্গত, ‘ভাণ’ পত্রিকার পুজো সংখ্যা একেবারে ভিন্ন মাত্রার। এবারের বিষয় ‘বাঙালির রাজনৈতিক সংস্কৃতি’।

প্রাসঙ্গিক এই বিষয় নিয়ে গভীর অথচ সহজ চর্চা করেছেন পবিত্র সরকার, আব্দুল কাফি, শুভনীল চৌধুরী, মইদুল ইসলাম, উষসী চক্রবর্তী প্রমুখর মতো বিশিষ্ট চিন্তক। এছাড়া ‘নাট্যের অন্তর মহল’ বিভাগে নাটকের দর্শক, আলো, পোষাক, দৃশ্যপট, আবহ নির্মাণ নিয়ে আলোচনা করেন স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বগণ। এই সংখ্যায় নাচ, গান, সিনেমা নিয়েও আছে সিরিয়াস নিবন্ধ। এরই সঙ্গে বাংলা সিরিয়াল, ওয়েব সিরিজ, সাঁওতালি পুতুল নাচ  কিংবা বাংলাদেশের লেখাপড়ার কালচার জাতীয় প্রায় অনালোচিত অথচ জরুরি বিষয় নিয়ে ভাবাতে চেয়েছেন সম্পাদক। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বাগ্মী চিন্তক অধ্যাপক আবদুল কাফি। তিনি বললেন বাঙালির রাজনৈতিক সংস্কৃতি নিয়ে। তাঁর সঙ্গে মতামত বিনিময়পর্বে ছিলেন ‘ভাণ’ পত্রিকার সম্পাদক গৌরাঙ্গ দণ্ডপাট।