Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

কথা-সুরে প্রেমের বার্তা ‘চাঁদ’-এ

বছর শেষে উত্তরের বাতাসে হালকা প্রেমের আবেশ। আর এই আবেশের পারদ আরও খানিকটা চড়িয়ে দিতে নন-স্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হল নতুন মিউজিক-ভিডিও ‘চাঁদ’। তন্ময় সর্দারের শব্দবুননে প্রেয়সীকে চাঁদের সঙ্গে তুলনা করে সমগ্র গানটি কম্পোজ করেছেন নবারুণ দাশগুপ্ত। নিঁখুতভাবে গানের ভাবটি ফুটিয়ে তুলেছেন বহু হিট গানের গায়ক, মুম্বইয়ের তারকা শিল্পী  বিনোদ রাঠোর। দৃশ্যায়নে মনোগ্রাহী অভিনয় করেছেন তন্ময়-দীপিকা। সঙ্গীতায়োজন করেছেন শুভাশিস দত্ত এবং মিক্সিং করেছেন দুর্গেশ প্রসাদ। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড।

একজন পুরুষের কাছে তার প্রেয়সীর গুরুত্ব এবং সম্পর্কের দৃঢ়তা গানটির মূল বিষয়বস্তু। একাধারে গানটির কথা-সুর-কন্ঠ-দৃশ্যায়ন বিপুল পরিমাণে প্রশংসিত। প্রোডাকশন হাউজ সৌমিতা মুভিজ-এর কর্ণধার প্রসঙ্গত জানিয়েছেন, ” প্রেম একটি বহুল চর্চিত চিরন্তন বিষয়। প্রেম ও গান পরস্পরের পরিপূরক। তাই আঠেরো হোক বা আশি, সবার জন্যই এই ধরনের গান আমরা তৈরি করি। বিগত প্রকাশনায় দর্শকদের উচ্ছাস ও প্রশংসা নতুন কাজের প্রেরণা যোগায়। ‘চাঁদ’-ও তেমনই একটি নিবেদন।”