কনে লহমা, বিয়ে বিভ্রাটে আবীর-পরম
নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। লহমা বিয়ে করবেন কাকে? পরমব্রত না কি আবীর! উত্তর আগামী ১৪ জুলাই। লিখেছেন চন্দন রায়।
বিয়ে নিয়ে ইয়ে, মানে বিয়ে নিয়ে বাড়াবাড়ি করাটা সেই আদ্যিকাল থেকেই বাঙালির অভ্যাস! যাকে বলে আদিখ্যেতা! সাহিত্য থেকে সিনেমার পর্দায় সেই সব ‘বিবাহ অভিযান’ অতীত থেকে আজও পাঠক এবং দর্শক-শ্রোতাদের ম-ম করে মজিয়ে রেখেছে! তাই বিয়ে সংক্রান্ত বিভ্রাটের গল্প বলার লোভটা আজও ছাড়তে পারছেন না অনেক নির্মাতাই! সেইরকমই একটি গল্প নিয়েই নতুন ছবি ‘বিয়ে বিভ্রাট’! গল্পটা ঠিক কী, সেটা এখনই জানা যাচ্ছে না। তবে, কেসটা যে জটিল, সেটা মালুম পাওয়া যাচ্ছে ছবির পোস্টার দেখেই!
এবার দেখা যাক, বিয়েটা আসলে কার? কেন, পরমব্রতর ! অ্যাঁ, তাহলে কি পরমের আইবুড়ো নাম ঘুচতে চলেছে? না কি বিয়েটা আবীরের? সে কি? এক বউ থাকতে দ্বিতীয় বিয়ে ? এ তো আইনত বৈধ্য নয়! তাহলে? টেনশন করবেন না পাঠক ! সবটাই হতে চলেছে সিনেমার পর্দায়, রিল লাইফে, বাস্তবের সঙ্গে এর কোনও যোগাযোগ নেই!
তবে, পর্দাতেও যেটা হতে চলেছে, সেটাও যে একটা কেলেঙ্কারিয়াস কাণ্ড, তা বলার অপেক্ষা রাখে না। অন্তত ছবির নাম আর পোস্টার তেমনই ইঙ্গিত দিচ্ছে। মাথায় টোপর পরে বরবেশে আবীর আর পরমব্রতকে পোস্টারে দেখে প্রথমেই যেটা মনে হচ্ছে, দুজনে একইসঙ্গে বর সেজে দাঁড়িয়ে আছেন কেন? এটা কি কোনও স্বয়ম্বর সভা? দুজনের মধ্যে কি কোনও একজনকে বেছে নেবেন বিয়ের কনে? এবার দেখা যাক, কনের সাজে যিনি দুই হবু বরের বরমালা টেনে ধরে দাঁড়িয়ে আছেন পোস্টারে, তিনি কে?
ইনি লহমা ভট্টাচার্য! দুজনেরই রাশ তার মানে লহমারই হাতে? আজ্ঞে না! রাশ আসলে পরিচালক রাজা চন্দের হাতে! রাজা একসময় মূলধারার বাণিজ্যিক তথা রিমেক ছবি বানিয়ে নাম করেছিলেন। সেই ধরণের ছবি এখন বাজারে অচল। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাজাও বদলেছেন নিজেকে। আর এবার তো আবীর এবং পরমব্রত–দুই স্মার্ট ও মেধাবী চট্টোপাধ্যায়ের মতো শহুরে অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে রেখে বাঙ্গালিয়ানার গল্প বলতে চাইছেন তিনি !
জেনে নেওয়া যাক, শিল্পীরা কি বলছেন এই ছবির ব্যাপারে? “কী নিয়ে এত দ্বন্দ্ব? ‘বিয়ে বিভ্রাট’ ছবিতেই রয়েছে এর উত্তর। তাই উত্তর পেতে দেখুন ছবিটি”–বলেছেন আবীর, ছবির পোস্টার শেয়ার করে! আর পরমব্রত তালে তাল দিয়ে বলেছেন,”এই মিষ্টি বিভ্রাটে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই !” আদতে সিনেমা হলে সকলেরই আমন্ত্রণ আগামী ১৪ই জুলাই, এই ‘বিয়ে বিভ্রাট’ চাক্ষুস করার জন্য! কী ভাবছেন? যাবেন না কি একবার আপনার কাছের সিনেমা হলে এই বিভ্রাট দেখার জন্য?
পরমব্রত এবং আবীরের মতো এই সময়ের দুজন দক্ষ নায়ককে কিন্তু এর আগেও দেখা গেছে একই ছবিতে। এমন ভাববেন না যে এই সমাগম প্রথম! সৃজিত মুখোপাধ্যায়ের ‘বাইশে শ্রাবণ’ ছবিতে সেই কত বছর আগেই এঁরা দুজনে চুটিয়ে অভিনয় করে ফেলেছেন। সেখানেও রাইমা সেনকে নিয়ে ছিল দুজনের টানাপোড়েন! একজন প্রেমিক আর অন্যজন সহকর্মী ও কাছের বন্ধু! পরবর্তীকালে সৃজিতের ‘শাহজাহান রিজেন্সি’ ছবিতেও ওঁদের দুজনকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়া ‘পুতুলনাচের ইতিকথা’ ছবিতেও ছিলেন পরমব্রত এবং আবীর।
তাহলে রাজা চন্দর এই ‘বিয়ে বিভ্রাট’ ছবিতে নতুন কী রয়েছে ? নিঃসন্দেহে বরবেশে কনের হাতের প্রায় পুতুল হয়ে নিতান্তই গোবেচারা মুখে দুজনের এইভাবে দাঁড়িয়ে থাকাটা বেশ নতুন! আর সেখান থেকেই দিব্যি একটা জমজমাট রমকম ছবির গন্ধ পাওয়া যাচ্ছে, যেখানে একটা বাঙ্গালিয়ানার স্বাদ থাকতে পারে বলেই মনে হচ্ছে! দুই অভিজ্ঞ শিল্পীর সঙ্গে আছেন নতুন শিল্পী লহমা ভট্টাচার্য, যাকে ইতিমধ্যে অভিনয় করতে দেখা গেছে সুপারস্টার জিতের বিপরীতে ‘রাবণ’ ছবিতে। সে ছবি মূলধারার বাণিজ্যিক ঘরানার ছিল। তুলনায়, ‘বিয়ে বিভ্রাট’ লহমার কেরিয়ারে অন্য ধরণের একটা ছবি, যা তাঁর শিল্পীসত্ত্বার কাছে নতুন চ্যালেঞ্জ! লহমা কি পারবেন এক লহমায় সকলের মন জয় করে নিতে? জানা যাবে ১৪ জুলাই। আপাতত পরমব্রতর নীল আর আবীরের আকাশি পাঞ্জাবি নিয়ে চর্চা চলতে চলতে অপেক্ষার মৌতাত আর একটু জমলে ক্ষতি কী !!