করণকে ফের আক্রমণ কঙ্গনার
কিছুদিন চুপচাপ থেকে আবার আক্রমণাত্মক কঙ্গনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আরও একবার করণ জোহরের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। এবারের প্রসঙ্গ উঠে এসেছে করণের আত্মজীবনীমূলক একটি বই থেকে। এখানে করণ তাঁর শৈশব স্মৃতির উল্লেখ করে লিখেছেন, সেই সময় তিনি মূলত সিনেমার অভিনেতা, পরিচালকদের পরিবারের ছেলেমেয়েদের সঙ্গে মিশতেন। তারা সকলেই হিন্দিতে কথা বলত, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করত–যেটা করণের ডাউন মার্কেট ব্যাপার বলে মনে হতো। যদিও বাড়িতে তাঁর মা এই জাতীয় মনোভাবের জন্য রীতিমতো শাসন করতেন তাঁকে। বোঝাই যায়, করণ নিজের শৈশবের ভুল চিন্তাভাবনার কথাই বলেছেন এখানে। কঙ্গনা অবশ্য তার থেকে করণ সম্পর্কে নিজের নিন্দাসূচক মন্তব্য করার সুযোগটি ঠিক খুঁজে নিয়েছেন ! তাঁর বক্তব্য হিন্দিভাষী মানুষের প্রতি করণের মনোভাব স্পষ্টই বোঝা যায়, তাঁর বইয়ের এই জাতীয় উল্লেখ থেকে। এ ক্ষেত্রে এতটাই তৎপর কঙ্গনা যে, করণের বইয়ের লিঙ্কও দিয়ে দিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায়।