Monday, February 3, 2025
টলিউডলাইম-Light

‘কাবেরী অন্তর্ধান’-এর ট্রেলার মুক্ত

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। মুক্তি পেল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘কাবেরী অন্তর্ধান’-এর ট্রেলার। সাংবাদিক সম্মেলনের অভিজ্ঞতা লিখেছেন রামিজ আলি আহমেদ

কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘কাবেরী অন্তর্ধান’-এর ট্রেলার লঞ্চ হয়ে গেল সম্প্রতি এক বর্ণাঢ্য সন্ধ্যায় প্রিয়া প্রেক্ষাগৃহে। ছবির ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক সুরিন্দর সিং, নিশপাল সিং (রানে), অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন প্রমুখ। প্রসঙ্গত, এই ছবি ঘিরে ইতিমধ্যেই বাংলা ছবির দর্শকের মধ্যে উৎসাহ তীব্র। কৌশিকের ছবি সব সময়েই নতুন বিষয়, নতুন স্টাইল ও মেকিং নিয়ে হাজির হয় দর্শক দরবারে। ‘কাবেরী অন্তর্ধান’-ও তারই অনুসারী হবে প্রত্যাশিত।

সাল ১৯৭৫। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করলেন। দেশজুড়ে তখন প্রতিবাদের আগুন জ্বলছে। সারা দেশে তীব্র আকার ধারণ করেছে নকশাল আন্দোলন। চূড়ান্ত অশান্ত একটা সময়। দেশে কোথাও না কোথাও প্রতি সেকেন্ডে একটা করে লাশ পড়ছে। সেই চরম উত্তাল সময়ের প্রেক্ষাপটকে কেন্দ্র করেই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘কাবেরী অন্তর্ধান’। ‘দৃষ্টিকোণ’, ‘জ্যেষ্ঠপুত্র’র পরে এবার ‘কাবেরী অন্তর্ধান’ নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সুরিন্দর ফিল্মস হিটের হ্যাটট্রিক করতে চলেছে–অন্তত ট্রেলার দেখে সেটাই মনে হলো।

Img 20221222 Wa0085
‘কাবেরী অন্তর্ধান’-এর ট্রেলার মুক্ত 5

‘কাবেরী অন্তর্ধান’ রাজনীতির কুয়াশায় ভালোবাসার গল্প বলবে। ঐতিহাসিক সাতের দশক, যাকে অশান্ত সত্তর বলেই চিহ্নিত করেছে দেশের ইতিহাস। গোটা দেশ তথা রাজ্য-রাজনীতি উত্তাল। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়। অন্যদিকে আবার সত্তর বলতেই মাথায় আসে নকশাল আন্দোলনের কথা। সব মিলিয়ে যেন চূড়ান্ত অস্থির সেই পরিস্থিতি। সেই সময়কেই তুলে এনেছেন কৌশিক তাঁর এই ছবিতে।

”বুম্বাদাকে নিয়ে চিত্রনাট্য লেখা এবং ছবি পরিচালনা করা–সেটি দর্শক পর্যন্ত পৌঁছে দেওয়ার যে ভার, তা কিন্তু সাধারণ ভার নয়, রীতিমতো চ্যালেঞ্জিং। সারা বিশ্বের মানুষ, যাঁরা বাংলা ছবি দেখতে পছন্দ করেন, এই মানুষটিকে ঘিরে তাঁদের প্রত্যাশা অনেক এই ভেবে যে, আগামী ছবিতে কী ধরনের ম্যাজিক দেখাতে চলেছেন তিনি ! প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন একজন অভিনেতা, যিনি প্রতিটি চরিত্রের জন্য নিবেদিত প্রাণ। নিজেকে ভাঙ্গাগড়ার খেলায় বারবার তিনি সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।”–সাংবাদিক সম্মেলনে জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এরই সঙ্গে কৌশিকের দাবি, “বুম্বাদা আগে এই ধরনের চরিত্রে কখনও অভিনয় করেননি। তিনি প্রতিটি ছবির ক্ষেত্রে নিজেকে নতুন ভাবে উপস্থাপন করার যে চ্যালেঞ্জ নেন, সেটা দুর্দান্ত অভিনেতা ছাড়া সম্ভব নয়। এই ছবির মাধ্যমে এক অন্য প্রসেনজিতকে দর্শক আবিষ্কার করবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তিনি যে কত বড়মাপের একজন অভিনেতা, তা এই ছবি দেখলেই বোঝা যাবে।”

Img 20221222 Wa0086
‘কাবেরী অন্তর্ধান’-এর ট্রেলার মুক্ত 6

কৌশিকের বক্তব্যের অনুষঙ্গেই যেন ট্রেলার লঞ্চে একজন যথার্থ সচেতন ও পরিণতমনস্ক অভিনেতার মতোই নিজের কথা জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বললেন,”পরিচালক কৌশিক আমার সম্পর্কে যা বললেন, আমি জানি না, আদৌ আমি তার কতটা যোগ্য ! তবে, এইটুকু বলতে পারি, কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে গেলে, সত্যি বলতে আমার রাতের ঘুম চলে যায়। এই ছবিতে একপাশে কৌশিক সেন, অন্যপাশে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেতা। মাঝখানে আমার অবস্থা ছিল খুবই কঠিন। এরা দুজনই দুঁদে অভিনেতা।” তাঁর সংযোজন, এছাড়াও এই ছবিতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন, যাঁরা বাংলা ছবি ও নাটককে সমৃদ্ধ করেছেন। চিত্রনাট্যে তাঁদের প্রতিটি চরিত্রকে সমানভাবে গুরুত্ব দিয়েছেন পরিচালক, যা ছবি না দেখলে বোঝা যাবে না। তাই আমি বলব এটা শুধুমাত্র প্রসেনজিতের ছবি নয়, এঁদের প্রত্যেকের ছবি। প্রতিটি চরিত্রই সমানভাবে গুরুত্বপূর্ণ। কৌশিকের ছবি মানেই গল্পের শক্ত বুনন, চিত্রনাট্য থেকে পরিচালনা–সব কিছুতেই থাকে স্বাতন্ত্র্য। 

Img 20221222 Wa0088
‘কাবেরী অন্তর্ধান’-এর ট্রেলার মুক্ত 7

অভিনেতা কৌশিক সেনের কথায়,’’আমি চাই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দর্শক হিসেবে এই ছবিটি দেখুক। সাতের দশকে বাংলার যে ইতিহাস, তার সম্পর্কে তারা অবগত হোক। এই প্রজন্মের ছেলেমেয়েরা অতি তীক্ষ্ণ মেধাসম্পন্ন ও আধুনিকমনস্ক। নতুন প্রজন্ম যত বেশি বাংলা ছবি দেখবে, তত বেশি বাংলা চলচ্চিত্রের উন্নতি হবে।’’ ‘’রাজনৈতিক পটভূমিকায় নির্মিত এই ছবিতে রহস্যের পাশাপাশি রোমান্সও রয়েছে। দর্শক হলে ছবিটি দেখলে প্রচেষ্টা সার্থক হবে”–জানালেন অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলনে কিন্তু কাবেরীকে দেখতে পাওয়া যায়নি। কোথায় লুকিয়ে আছে সে ? আদৌ কি কাবেরী নিরুদ্দেশ হয়েছে নাকি হয়নি–তা জানতে ২০ জানুয়ারি ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ‘কাবেরী অন্তর্ধান’-এ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, ইন্দ্রাশিস রায়, অম্বরীশ ভট্টাচার্য, পূরব শীল আচার্য প্রমুখ। ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রযোজনা সুরিন্দর ফিল্মস। নিবেদনে সুরিন্দর সিং, নিশপাল সিং।