কালজয়ী বাংলা উপন্যাস নিয়ে ‘১৭৭০’
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস ‘আনন্দমঠ’-কে সেলুলয়েডে নিয়ে আসার প্রস্তুতি মোটামুটি সারা। তবে ছবির নাম ‘আনন্দমঠ’ নয়, রাখা হয়েছে ‘১৭৭০’। সম্প্রতি প্রকাশ্যে এল ছবির অ্যানাউন্সমেন্ট ফার্স্টলুক টিজার পোস্টার। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লামের পাশাপাশি বাংলা ভাষাতেও মুক্তি পাবে ‘১৭৭০’। প্রসঙ্গত, প্যান ইন্ডিয়া ছবি সাধারণত বাংলায় ডাব করা হয় না। সেদিক থেকে দেখতে গেলে প্যান ইন্ডিয়া ছবির ক্ষেত্রেও এই বিষয়টি যে অভিনব হতে চলেছে, তাতে কোনও সন্দেহ নেই। ছবির চিত্রনাট্য লিখেছেন ‘বজরঙ্গি ভাইজান’, ‘বাহুবলী’, ‘ট্রিপল আর’-এর লেখক কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অশ্বিন গঙ্গারাজু, যিনি এসএস রাজামৌলির ‘বাহুবলী’, ‘এগা’-র সহযোগী নির্দেশক ছিলেন। ছবির কনসেপ্ট ও ক্রিয়েটর রামকমল মুখোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে বঙ্কিমচন্দ্রের উপন্যাসকে লার্জার দ্যান লাইফ আঙ্গিকে তুলে ধরতে চান নির্মাতারা। ছবির অভিনেতাদের নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে যে দশেরার আগেই তাঁরা ছবির মুখ্য অভিনেতা-অভিনেত্রীর নাম চূড়ান্ত করে ফেলবেন এবং দেওয়ালিতে পুরো কাস্টিং সহ আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।