Saturday, May 18, 2024
বিনোদন প্লাস স্পেশাললাইম-Light

সিংহবাহিনী ত্রিনয়নী মহিষাসুরমর্দিনী শুভশ্রী

লিখেছেন চয়নিকা বসু

রোদ্দুরে চাঁপাফুলের রঙ লাগুক না লাগুক, আকাশে বাতাসে আগমনীর সুর কিন্তু শোনা যাচ্ছে। ভাদ্রের ভরা গুমোট দিনে এখনও মাঝে মাঝেই ধূসর মেঘের ভ্রুকুটি। তা হোক! সাদা মেঘের দল তারই ফাঁকে ফাঁকে নিজেদের ভেলা ভাসিয়ে দেবার তোড়জোড়ে ব্যস্ত। শরৎ আকাশে বাজে আনন্দভৈরবী। আর এইসব অনুষঙ্গের মাঝেই আমরা নষ্টালজিক হয়ে অপেক্ষা করি মহালয়ার পুণ্যপ্রভাতের।

রেডিওর শ্রুতি-নির্ভরতা থেকে অনেকদিন আগেই আমরা টিভির মহালয়া দর্শনে অভ্যস্ত হয়ে পড়েছি। দর্শনের সেই উৎসবে প্রতি বছরের মতো এবারও জি বাংলা নিয়ে এসেছে বিশেষ অনুষ্ঠান। জি বাংলা প্রতিবছরই চেষ্টা করে দর্শকদের সামনে নতুন কিছু নিয়ে আসার। সেই ঐতিহ্য বজায় রেখেই দেবীর সিংহবাহিনী রূপের গাথা এবারের বিশেষ ভাবনা। আমরা সকলেই জানি, দেবী দুর্গার বাহন পশুরাজ সিংহ। কিন্তু দেবী যে শুধু মহিষাসুরমর্দিনী রূপে সিংহের পিঠে চড়ে মর্ত্যে আসেন তা নয়, দেবীর আরও অনেক সিংহবাহিনী রূপ রয়েছে। সে কাহিনিই উঠে আসবে জি বাংলার পর্দায়। এখানে যেমন উঠে এসেছে পশুরাজ সিংহের দেবীর বাহন হওয়ার ঘটনা, তেমনই শিশু গণেশের অনুরোধে গল্পের ছলে দেবীর মুখেই দেবীর সিংবাহিনী রূপবর্ণনাও দেখবেন-শুনবেন দর্শক। অনুষ্ঠানের শিরোনাম ‘সিংহবাহিনী ত্রিনয়নী’।

কথিত আছে, দেবী পার্বতী যখন দেবাদিদেবের তপস্যা করছেন তখন পশুরাজ সিংহ তাঁকে শিকার-স্বরূপ বেছে নিয়েছিলেন। কিন্তু তপস্যারত প্রাণীকে ভক্ষণ করবেন না বলে পশুরাজ অপেক্ষা করতে থাকেন। বছরের পর বছর সাধনারত দেবীকে দেখে পশুরাজের মধ্যে আসে বড় পরিবর্তন। দেবীর সিদ্ধিলাভের পর পশুরাজ স্বেচ্ছায় নিলেন তাঁর বাহন হওয়ার সিদ্ধান্ত। এরপর থেকেই দেবীর নানা রূপে পশুরাজ সঙ্গে থেকেছেন–কখনও বাহক রূপে, কখনও রক্ষাকারী রূপে। প্রসঙ্গত,’সিংহবাহিনী ত্রিনয়নী’-তে আমরা দেবী দুর্গাকে চণ্ডিকা, জগদ্ধাত্রী, কুষ্মাণ্ডা, জয়দুর্গা, স্কন্ধমাতা, গন্ধেশ্বরী, কামাখ্যা এবং মহিষাসুরমর্দিনী–এই রূপগুলিতে সিংহবাহিনী হিসেবে দেখতে পাব।

মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে বাংলা ছবির অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীকে। দেবীর সৃষ্টি থেকে মহিষাসুর বধ করে পৃথিবীকে কলুষমুক্ত করার কাহিনি দেখা যাবে দেবীর এই সিংহবাহিনী রূপের মধ্যে দিয়ে। শুভশ্রীর অভিনয় ও নৃত্য কুশলতা প্রশ্নাতীত। তাঁকে সিনেমার পর্দায় নানা চরিত্রে দেখেছি আমরা। এখানে শুভশ্রীর মহিষাসুরমর্দিনী অবতার। কস্টিউম ও মেকআপে অপরূপা শুভশ্রী, সঙ্গে তাঁর অভিব্যক্তি ও ব্যক্তিত্বের ছটা। তাঁকে মহিষাসুরমর্দিনী রূপে দেখার তীব্র অপেক্ষায় তামাম ভক্তকুল।

দেবী পার্বতীর ভূমিকায় দেখা যাবে শ্বেতা ভট্টাচার্য্যকে। সন্তান গণেশকে গল্পের ছলে নিজের সিংবাহিনী রূপের বর্ণনা শোনাবেন দেবী পার্বতী। দেবী দুর্গা চণ্ডিকারূপে বধ করেন অসুরদ্বয় শুম্ভ ও নিশুম্ভকে। দেবী চণ্ডিকা সিংহবাহিনী, অষ্টভুজা। এই দেবীর আরাধনায় সূক্ষাতিসূক্ষ শক্তির উৎস আমরা খুঁজে পাই। দেবী চণ্ডিকার ভূমিকায় দেখা যাবে ধারাবাহিক ‘পিলু’-র রঞ্জাকে। অভিনয়ে ইধিকা পাল।

দেবী জগদ্ধাত্রী রূপে দেবতাদের অহংকার হরণ করে তাকে হস্তীর রূপ দেন, সেই হস্তী দেবীর সিংহের পদতলে বিরাজ করে। দেবী জগদ্ধাত্রী সিংহপৃষ্ঠে চতুর্ভূজা, ত্রিনয়না। এই দেবীর আরাধনায় আমরা সকল দম্ভ থেকে মুক্ত হয়ে মূল কর্মকাণ্ডে ফিরে আসি। দেবী জগদ্ধাত্রীর ভূমিকায় দেখা যাবে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের হংসিনীকে। অভিনেত্রী শার্লি মোদক।

দেবী কুষ্মাণ্ডারূপে সৃজন করেন ব্রহ্মান্ড। তাঁর ত্রিনয়ন থেকে সৃষ্টি হয় মহালক্ষ্মী, মহাকালী ও মহা সরস্বতীর। দেবী সিংহবাহিনী, অষ্টভুজা। তাঁর একটি হাত সর্বদাই অভয় মুদ্রায় থাকে। এই দেবীর ভূমিকায় দেখা যাবে ‘পিলু’ ধারাবাহিকের পিলুকে, অভিনয়ে মেঘা দ। দেবী মহালক্ষ্মীর ভূমিকায় দেখা যাবে ‘খেলনা বাড়ি’ ধারাবাহিক থেকে মিতুলকে, অর্থাৎ আরত্রিকা মাইতি।  দেবী মহা সরস্বতীর ভূমিকায় দেখা যাবে ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ থেকে ঊর্মিকে। অভিনয়ে অন্বেষা হাজরা। দেবী মহাকালীর ভূমিকায় দেখা যাবে ‘উড়ন তুবড়ি’ থেকে তুবড়িকে, শিল্পী সোহিনী ব্যানার্জি।

সিংহবাহিনী দেবী জয়দুর্গা কৃষ্ণবর্ণা, চতুর্ভুজা। শক্তির মূল উৎসে এই দেবীর অধিষ্ঠান। দেবীর সঙ্গে থাকেন তাঁর সখিদ্বয় জয়া ও বিজয়া। দেবী জয়দুর্গার  দুইরূপে দেখা যাবে ‘মিঠাই’ ধারাবাহিক থেকে মিঠাই, অর্থাৎ সৌমীতৃষা কুন্ডুকে। দেবী স্কন্ধমাতা তারকাসুর বধকারী কার্তিকেয় জননী। সিংহবাহিনী এই দেবী চিত্তশুদ্ধি করেন। দেবীর একহাতে অভয় মুদ্রা,অন্যহাতে ধরে থাকেন পুত্র স্কন্ধকে। এই দেবীর ভূমিকায় দেখা যাবে ‘লালকুঠি’ ধারাবাহিকের অনামিকাকে। অভিনয়ে রুকমা রায়।

দেবী কামাখ্যা কামদেবের তপস্যায় তুষ্ট হয়ে তাঁর শরীরকে কলুষমুক্ত করেন। দেবী কামাখ্যার আরাধনায় মনস্কামনা পূর্ণ হয়। এই দেবী সিংহবাহিনী, দ্বাদশভূজা ও ষড়মস্তকযুক্তা। তাঁর প্রতিটি আননেই থাকে ত্রিনয়ন। দেবী কামাখ্যার ভূমিকায় দেখা যাবে ‘ উমা’ ধারাবাহিক থেকে উমা অর্থাৎ শিঞ্জিনী চক্রবর্তীকে।

সিংহবাহিনী দেবী গন্ধেশ্বরী চতুর্ভূজা। গন্ধাসুরকে বোধ করে তিনি গন্ধবণিক সম্প্রদায়কে রক্ষা করেন। দেবী গন্ধেশ্বরী মূলতঃ পূজিত হন গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যে। এই দেবী সবরকম বিপদ থেকে রক্ষা করেন। দেবী গন্ধেশ্বরী ভূমিকায় দেখা যাবে ‘গৌরী এলো’ থেকে গৌরীকে। অভিনয়ে মননা মাইতি।

‘সিংহবাহিনী ত্রিনয়নী’ নিঃসন্দেহে মহালয়া দেখার পূর্বাপর সমস্ত অভিজ্ঞতা ভুলিয়ে দেবে দর্শককে। পুরাণকথার নির্যাসে প্রিয় তারকাদের অভিনয়ে বর্ণময় হয়ে উঠবে মহালয়ার প্রভাত। দেখবেন ২৫ সেপ্টেম্বর ঠিক ভোর ৫ টায়।