Monday, February 3, 2025
৫ফোড়ন

কী করবেন সানিয়া ?

দু’দুজন পাক তারকা তাঁর প্রেমে পড়েছেন। একজন আয়েশা ওমর, আর একজন মাহিরা খান। নাহ, তালি যে এক-এক হাতে বেজেছে, এমনটাও নাকি নয়। জল্পনা, শোয়েব মালিক নিজেও এঁদের প্রতি নিজের আগ্রহ দেখিয়েছেন। জড়িয়েছেন সম্পর্কে। বিষয়টি যে আজই ঘটেছে এমন নয়। বিতর্ক দানা বেঁধেছে বহুদিন ধরেই। এবার সেই বিতর্ক তীব্র আকারে পরিণত, যখন থেকে শোনা যাচ্ছে, সানিয়া এবার ডিভোর্স নেবেন শোয়েবের কাছ থেকে। কথা হলো, একদা বিতর্ক দিয়েই শুরু হয়েছিল উপ মহাদেশের এই দুই স্পোর্টস তারকার প্রেম ও পরিণয়। তারও আগে রক্ষণশীল হায়দ্রাবাদ শহরের তুলনায় দারুন বোল্ড সানিয়া মির্জা টেনিস কোর্ট ও তার বাইরে উষ্ণতা ছড়িয়ে এক প্রস্থ বিতর্কের জন্ম দেন। তবে, সম্পর্কের ক্ষেত্রে সানিয়া নিজের আনুগত্য বজায় রেখেছেন বরাবর, এমনটাই শোনা যায়। শোয়েব যে সেই আনুগত্যের মূল্য দেননি, এখন সেই অভিযোগের বার্তা যাকে বলে দিকে দিকে ! সবাই এখন থাকিয়ে সানিয়ার সিদ্ধান্তের দিকে। তাঁদের সম্পর্ক একদিন যাবতীয় প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে পরিণতি পেয়েছিল। সেটা কী এত সহজেই নষ্ট হতে দেবেন সানিয়া ?!