Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

গদ্য-পদ্য-প্রবন্ধ সম্মান ২০২৩

মানুষের চেতনা, বোধ ও মননকে আলোকিত করে সাহিত্যচর্চা। সাহিত্য সর্বস্তরের মানুষের আবেগ, সংস্কৃতি এবং দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে অন্তর্দৃষ্টি প্রদান করে। আর এই অনুষঙ্গেই উঠে আসে ইংরেজি ভাষার কবি সনেট মণ্ডল, হিন্দি কবি তুষার ধবল ও কবি-সাহিত্যিক সর্বজিৎ গড়চার নাম। ব্যতিক্রমী এই তিন সাহিত্য স্রষ্টা পাচ্ছেন ‘গদ্য-পদ্য-প্রবন্ধ সম্মান ২০২৩’। সাহিত্য ক্ষেত্রে নিজেদের অবদানের জন্য তাঁদের এই স্বীকৃতি ও সম্মান লাভ। প্রসঙ্গত, তাঁদের সৃষ্টিতে রয়েছে স্বাতন্ত্র্য ও প্রাসঙ্গিকতা। তাঁদের রচনা সমসাময়িক সাহিত্যচর্চাকেও প্রভাবিত করে, এতটাই শক্তিশালী এই তিন কবির কলম।

Img 20230821 Wa0037
গদ্য-পদ্য-প্রবন্ধ সম্মান ২০২৩ 3

আগামী ১লা সেপ্টেম্বর কলকাতার রোটারি সদনে গদ্য-পদ্য-প্রবন্ধ সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কবিদের এই পুরস্কার প্রদান করা হবে। সেপ্টেম্বরের শুরুতে অনুষ্ঠিতব্য এই উৎসবে দেশের বিভিন্ন ভাষার কবিরা অংশগ্রহণ করবেন। উৎসবটি প্রতি বছর কলকাতা শহরে সমগ্র ভারত থেকে আগত কবিকণ্ঠের এক অনুপম মিলনক্ষেত্র তৈরির ঐতিহ্য বহন করে চলেছে। এই উৎসব কলকাতার সপ্তর্ষি প্রকাশন দ্বারা আয়োজিত এবং কলকাতার রোটারি ক্লাব দ্বারা সমর্থিত। বাংলার নবীন-প্রবীণ কবিদের নিয়ে রাজ্যজুড়ে নানান কবিতা উৎসব আয়োজন করার পর অনুষ্ঠিত হবে এই দেশব্যাপী সাহিত্য উৎসব। উৎসবের সাফল্য বিষয়ে আশাবাদী সম্পাদক অংশুমান কর এবং প্রকাশক সৌরভ মুখোপাধ্যায়। নিজস্ব প্রতিনিধি