জমজমাট আড্ডায় অভিজিৎ
‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে প্রতি মঙ্গলবার অনুষ্ঠিত হয় ‘লাইট-ক্যামেরা-একশন’ শো। গত ১৯ এপ্রিলের সন্ধ্যা জমে উঠেছিল প্রখ্যাত পরিচালক অভিজিৎ দাশগুপ্তের উপস্থিতিতে। অভিজিৎ বাংলা সিনেমা ও টেলিভিশন ইন্ডাস্ট্রির এক অতি চেনা নাম। সঞ্চালনায় ছিলেন অজন্তা সিনহা। সঞ্চালকের নানা প্রশ্নের জবাবে অভিজিৎ জানান তাঁর মতামত। অত্যন্ত জনপ্রিয় ‘দ্রৌপদী’, ‘প্রতিবিম্ব’ ইত্যাদি মেগার এই পরিচালক মনে করেন সময়ের দাবি মেনেই বাংলা মেগার চরিত্র বদলেছে। এক সময়ের বহু সফল টেলিফিল্মের জনক অভিজিতের বিশ্বাস, আজকের স্বাধীন ছবি বা সমান্তরাল ছবি নির্মাণের বীজ বপন করা হয়েছিল ছোটপর্দার সাড়া জাগানো সেইসব টেলিছবির হাত ধরেই। থিয়েটারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখেছেন তিনি। সেই নিবিড় সংযোগ থেকেই ‘বাংলা থিয়েটার কলকাতা’-র প্রতিষ্ঠা। এই সংস্থার মঞ্চ প্রযোজনাগুলি মন ছুঁয়েছে কলকাতার থিয়েটার দর্শকের।’দ্বিতীয় বসন্ত’ ও ‘আসবো আর একদিন’– দু’দুটি ব্যতিক্রমী ও উচ্চ প্রশংসিত সিনেমা নির্মাণ করেছেন তিনি। এ ছাড়াও বাংলার ঐতিহাসিক মোকদ্দমাগুলি নিয়ে একটা শর্ট সিরিজ করেছিলেন দূরদর্শনে। যার মধ্যে রয়েছে বিতর্কিত ও অতি পরিচিত ভাওয়াল সন্ন্যাসীর মামলা। এইদিন এই সমস্ত বিষয়েই নিজের অভিজ্ঞতার কথা জানান অভিজিৎ। দ্বর্থহীন ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁদের প্রতি, কর্মজীবনে যাঁদের সাহচর্যে নিজেকে সমৃদ্ধ করেছেন তিনি। সমৃদ্ধ আমরাও হয়েছি ওঁর উপস্থিতিতে। আমরা, অর্থাৎ চ্যানেলের সদস্য ও দর্শকবৃন্দ।