Sunday, May 19, 2024
কৃষ্টি-Culture

সংগ্রহযোগ্য অলকের ‘গান আমার’

বন্ধুবর অলক রায়চৌধুরীর সংগীতচর্চা এবং খানিকটা সেই সূত্র ধরেই সাংস্কৃতিক জগৎকে কেন্দ্র করে তাঁর বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির সঙ্গে আমার পরিচয় অতি পুরোনো। গানবাজনার সূত্রে তাঁর লেখালেখির অর্থ এই নয়, লেখাটা তাঁর কাছে কম গুরুত্বপূর্ণ ! তাঁর জীবনে সম্ভবত দুটি একে অপরের পরিপূরক হয়ে গেছে। এরই পাশাপাশি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষকতা সূত্রে যুক্ত তিনি কয়েক দশক। নানা বিষয়ে অবিরল পড়াশোনার অভ্যাস অলকের আশৈশব, সেটা তাঁর লেখা পড়লেই বুঝতে পারি। আমি তাঁর বন্ধু ও গুণমুগ্ধ–শুধু সেই কারণে এত কথা বলছি, একথা ভাববেন না। প্রথমসারির বহু সংবাদপত্র ও ম্যাগাজিনে প্রকাশিত তাঁর লেখা নজর কেড়েছে বিদগ্ধজনের।

ইতিমধ্যেই প্রকাশিত অলকের লেখা তিনখানি সংগীত বিষয়ক গ্রন্থ। এবার প্রকাশিত তাঁর চতুর্থ গ্রন্থ ‘গান আমার’। প্রকাশক ‘তবুও প্রকাশ’। রুচিশীল ও মনোরম সুপ্রসন্ন কুন্ডুর প্রচ্ছদ। এছাড়াও ঝকঝকে ছাপা প্রথমেই পাঠকের নজর কেড়ে নেয়। এবার আসি বিষয় প্রসঙ্গে। কয়েকটি ছোট ছোট পর্বে বিন্যস্ত বিষয়ভাবনা। কোথাও নানা মানুষের সঙ্গে সম্পর্কের কথামালা, কোথাও প্রাতিষ্ঠানিক চালচিত্র, ব্যক্তিগত অনুভূতির দোলাচলও রয়েছে, আছে বিখ্যাত শিল্পীদের ঘিরে এক একটি অপরূপ অবলোকন। সম্পর্কের কথকতা যাঁদের ঘিরে, তাঁদের অধিকাংশকেই আমরা নামে চিনি। শিল্পসংস্কৃতি জগতের বিখ্যাত মানুষ তাঁরা। কেউ কেউ কিংবদন্তি। এঁদের মধ্যে আজ আর নেই, এমন গুণীজনও আছেন। যদিও নিজেদের কাজে ও অবদানে এঁরা আছেন আমাদের হৃদমাঝারে। অলকের সঙ্গে এঁদের সম্পর্কের সুর বাঁধা হয়েছে বিচিত্র রাগরাগিনীর অনুষঙ্গে। আদতে আলোচ্য বইটির পাতায় পাতায় বিষয় হিসেবে যা এসেছে, তাকে কোনও একটি বিশেষ ছাতার নিচে আনা অসম্ভব। লেখকের লেখার ভঙ্গিটি এখানে এক আপনছন্দে চলা বাউলের মতো। যেন অনেক দূর থেকে সে চরম এক নিরাসক্তি নিয়ে সংসারী মানুষের যাপনকলা দেখে। দেখে এবং আনন্দরসে সাঁতার কাটে। অথচ নিজে তাতে সম্পৃক্ত হয় না। তবে, রসিক পাঠক অজান্তেই সম্পৃক্ত হয়ে পড়বেন এর বিচিত্র পসরায়, এর গ্যারান্টি দেওয়া যেতে পারে জোরের সঙ্গে। আর একটি কথা, লেখকের দৃষ্টিভঙ্গি সবক্ষেত্রেই অত্যন্ত স্বচ্ছ ও বলিষ্ঠ। তাঁর লেখনী দ্বিধাহীনভাবে এগিয়ে গেছে মানুষ ও পরিবেশ অঙ্কনে। সবশেষে এই সমালোচকের একটি অনুভবের কথা–অলক বইটি উৎসর্গ করেছেন সতীর্থ স্বাগতালক্ষী দাশগুপ্তকে। এ এক বিরল ও মরমি দৃষ্টান্ত। সংগ্রহযোগ্য ‘গান আমার’-এর মূল্য মাত্র ৩৫০ টাকা। সংগ্রহের জন্য যোগাযোগ 8641937356/9836929580