জমজমাট ননস্টপ আড্ডা
আজ সন্ধ্যায় ননস্টপ আড্ডায় উপস্থিত থাকছেন সংগীতশিল্পী তিথি দেব বর্মণ । রবীন্দ্রসংগীতে তাঁর দক্ষতা প্রশ্নাতীত। বিশেষত, রবীন্দ্রসংগীতকে বিভিন্ন ভাষায় শ্রোতার দরবারে পৌঁছে দেওয়ার এক ব্যতিক্রমী প্রয়াস নিয়েছেন। তিথি দেব বর্মণ সবচেয়ে কৃতিত্ব রবীন্দ্রসংগীত ককবোরক অনুবাদে গাওয়া। ককবোরক হলো ত্রিপুরার ১৯টি আদিবাসী গোষ্ঠীর মধ্যে প্রধান যে আদিবাসী গোষ্ঠী ত্রিপুরি, তাঁদেরই ভাষা। এর বাইরে লোকসংগীতের ক্ষেত্রেও তিথির দক্ষতা অবিসংবাদিত। গান গাইবার পাশাপাশি গান লেখা ও সুর সৃষ্টিতেও তিথির প্রতিভার পরিচয় মেলে। আজ সন্ধ্যার আড্ডায় তিথির সঙ্গে কথায়-গানে সমৃদ্ধ হবো আমরা। গত শুক্রবার ননস্টপ আড্ডার অতিথি ছিলেন সংগীতশিল্পী স্বাতী পাল। নানারঙের গান ও সংগীত বিষয়ক নানা কথায় জমে উঠেছিল আড্ডা। চোখ রাখুন ননস্টপ বিনোদন চ্যানেলে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়।