Sunday, May 19, 2024
কৃষ্টি-Culture

অর্পিতার কণ্ঠে বাঙ্ময় ‘নীরবতাও কথা বলে’

সব ধরনের বাংলা গান গাইবার ক্ষেত্রে স্বচ্ছন্দ ও সাবলীল শিল্পী অর্পিতা কর মণ্ডল। বিভিন্ন অনুষ্ঠানে নানা মেজাজ ও ঘরানার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। দুর্গাপুজোর প্রাক মুহূর্তে অর্পিতার কণ্ঠে প্রকাশিত হলো ‘নীরবতাও কথা বলে’। গানটির রচনাকার তাপস কুমার দাস। অসাধারণ সুরসৃষ্টি দ্বারা গানটিকে মরমি করে তুলেছেন অমিত বন্দোপাধ্যায়। যন্ত্র আয়োজনও তাঁরই। গানটি প্রকাশিত হয়েছে @AmitBanerjeeOfficial YouTube channel থেকে। ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। গানটির রেকর্ডিং হয়েছে গান-বাজনা স্টুডিওতে। সাউন্ড ইঞ্জিনিয়ার সৌমেন পাল। অর্পিতা গানের প্রশিক্ষণ নিয়েছেন শ্রদ্ধেয় সুরেশ মণ্ডল, পণ্ডিত শ্যামল লাহিড়ী প্রমুখ ও কিংবদন্তি গীতিকার, সুরকার ও প্রশিক্ষক অভিজিৎ বন্দোপাধ্যায়ের কাছে। প্রসঙ্গত, তাঁরই কথা ও সুরে প্রকাশিত হয় অর্পিতার প্রথম গান। শিল্পীর দ্বিতীয় নিবেদন ‘নীরবতাও কথা বলে’, যা কথা-সুর-গায়নে সহজেই মন ছুঁয়ে যাবে শ্রোতাদের। শ্রোতারা @AmitBanerjeeOfficial ইউটিউব চ্যানেলে শুনতে পাবেন গানটি। এছাড়াও সমস্ত ডিজিটাল অডিও প্ল্যাটফর্মে এবং কলারটিউন পরিষেবায় উপলব্ধ রয়েছে এই গানটি। নিজস্ব প্রতিনিধি