Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

জমজমাট ননস্টপ আড্ডা

ননস্টপ আড্ডায় আজ উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ঈশিতা দাস অধিকারী। অনুষ্ঠানের শিরোনাম ‘অনুভবে কবিতা’। কথা ও কবিতায় কাটবে এই অনন্য সন্ধ্যা। গত শুক্রবার আমাদের আড্ডার অতিথি ছিলেন শিলিগুড়ির একটি স্কুলের প্রধান শিক্ষিকা শর্বরী ব্যানার্জি আচার্য। তাঁর সুচিন্তিত ভাবনার সঙ্গে মিলে গিয়েছিল শর্বরীর অসাধারণ আবৃত্তি পরিবেশন। আগামী ২১শে জুলাই ননস্টপ আড্ডার বিষয় পর্যটন। বক্তা পর্যটন পরামর্শদাতা মন্দিরা মিত্র। গানে গানে আমাদের দর্শক বন্ধুদের মাতিয়ে তুলবেন সঙ্গীতশিল্পী জুটি কৃষ্ণেন্দু ভট্টাচার্য ও রেমা ভট্টাচার্য, আগামী ২৮শে জুলাই। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।