Sunday, May 19, 2024
কৃষ্টি-Culture

ভোলানাথের আরাধনা সঙ্গীত

নমঃ শিবায় শান্তায় কারনত্রয় হেতবে।

নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর।

বাংলার দিনপঞ্জি মেনে চলছে শ্রাবণ মাস। একদিকে বর্ষার বৃষ্টি এবং তারই সঙ্গে মহাদেবের আরাধনা। সোমবার মানেই ‘ভোলেবাবা পার করেগা’। দল বেঁধে পুণ্যক্ষেত্র তারকেশ্বরের পানে ছুটে চলা। প্রভুকে দর্শন করে তার মাথায় জল ঢালা, বস্তুত যার জন্য গোটা বছর অপেক্ষা করে থাকেন ভক্তবৃন্দ। চলতি মাসে, এই পার্বণের কথা মাথায় রেখে ননস্টপ বিনোদন প্রকাশ করেছে ভোলানাথের আরাধনা সঙ্গীতের একটি বিশেষ অডিও জিউকবক্স। গত ২১ শে জুলাই তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি, যার মধ্যে মোট পাঁচটি গান রয়েছে। ‘হে ভোলে শঙ্কর’ অ্যালবাম থেকে অনির্বাণ গোস্বামীর গাওয়া ‘হে ভোলে শঙ্কর’, ‘বাবা ভোলানাথ আমার’ অ্যালবাম থেকে জেনিভা রায় এবং শানু কর্মকারের গাওয়া ‘বাবা ভোলানাথ আমার’ এবং ‘শৈবতীর্থ তারকেশ্বর’ অ্যালবাম থেকে স্বাতী ভট্টাচার্যের গাওয়া ‘তোমার দুটি চোখের তারায়’, শিবাজী চট্টোপাধ্যায়ের গাওয়া ‘কোন দেশে প্রভু আমার এই যাতনা’ এবং অংশুমান চট্টোপাধ্যায়ের গাওয়া ‘ভোলা মন’ গানগুলি রয়েছে এই জিউকবক্সে। গানগুলির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড।