Tuesday, May 13, 2025
কৃষ্টি-Culture

জমজমাট ননস্টপ আড্ডা

পুজো আসছে। বাদল মেঘ আকাশ থেকে বিদায় নিলেই আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য বিচরণ শুরু হয়ে যাবে। শিউলির গন্ধে মিশে যাবে ছুটির আবেশ। পুজোর ছুটি মানেই বাক্স গুছিয়ে বেরিয়ে পড়া। সেই অনুষঙ্গেই আজ ননস্টপ আড্ডার বিষয় পর্যটন। বক্তা পর্যটন পরামর্শদাতা মন্দিরা মিত্র। গত শুক্রবারের সন্ধ্যাটি অনবদ্য হয়ে ওঠে বিশিষ্ট আবৃত্তিশিল্পী ঈশিতা দাস অধিকারীর উপস্থিতিতে। ‘অনুভবে কবিতা’-য় শিল্পীর সুনির্বাচিত কবিতা আবৃত্তির পথে বিচরণের পাশাপাশি ছিল উপভোগ্য কথোপকথন। আগামী ২৮শে জুলাই নানা বর্ণের গানে আমাদের দর্শক বন্ধুদের মাতিয়ে তুলবেন সঙ্গীতশিল্পী জুটি কৃষ্ণেন্দু ভট্টাচার্য ও রেমা ভট্টাচার্য। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।  নিজস্ব প্রতিনিধি