টানটান রহস্যে শিহরণ জাগায়
দুই ‘সবরিনা’-র লড়াই
লিখেছেন মৃণালিনী ঠাকুর
আগুনে পুড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে সবরিনা। তাকে বাঁচান যিনি, তিনিও সবরিনা–ডাঃ সবরিনা, একজন বার্ন ইনজুরি এক্সপার্ট। খবরে প্রকাশ, পলাতক সবরিনার স্বামী ক্রাইম রিপোর্টার শওকত হুসেন। বাংলাদেশের ক্রাইম থ্রিলার ‘সবরিনা’ শুরু এমনই টানটান উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর এক পটভূমিতে। আমরা দেখি, এক রাতে হঠাৎই জরুরি তলব পেয়ে হাসপাতালে ছুটে আসেন ডাঃ সবরিনা। আগুনে পুড়ে গেছে সবরিনা, বাঁচবে কিনা সন্দেহ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। পাঞ্জা লড়ছেন ডাঃ সবরিনা। সবরিনার চিকিৎসা করার সময়ই ডাঃ সবরিনা জানতে পারেন তাকে খুনের চেষ্টা করা হয়েছিল। ডাঃ সবরিনা সবরিনাকে কথা দেন, এর পিছনে কী সত্য আছে, খুঁজে বের করবেন তিনি।
পর্বে পর্বে বহু ঘটনার আবরণ উন্মোচিত হয়। জানা যায়, ডাঃ সবরিনাকে তাড়া করে বেড়াচ্ছে তাঁর জীবনের এক যন্ত্রনাময় অতীত। যেখানে বিচারের বাণী আজও নিভৃতে কাঁদে। অবিচারের শিকার হয় ডাঃ সবরিবার ছোট বোন। বোনের মৃত্যুর ঘটনা ভুলতে পারেন না ডাঃ সবরিনা। সেদিন থেকেই দৃঢ় প্রত্যয়ী এক মানুষ তিনি। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। স্বাভাবিকভাবেই এটা আইন ও সমাজ ব্যবস্থার দন্ডমুন্ডের কর্তারা ভালো চোখে দেখে না। সম্পর্কের রূপগুলি বদলে যায় ঘটনা পরম্পরায়। কুয়াশার আবরণ, কুয়াশার নিস্ক্রমন–মুখ আর মুখোশের পার্থক্য করা কঠিন হয়ে পড়ে।
সবরিনার এ অবস্থা কে ঘটাল, এই নিয়ে ডাঃ সবরিনার অনুসন্ধান চলে। আর সেখান থেকেই আমরা বার্ন ভিকটিম সবরিনার জীবনকথা জানতে পারি। নিতান্ত এক গৃহবধূ হয়েও যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তার স্বামীর অসাধু কাজকর্মের সঙ্গে সমঝোতা করেনি সে। তাই কী তাকে মেরে ফেলার এই চেষ্টা ? টাকার লোভে এক প্রতারকের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছে মেরুদন্ডহীন শওকত। জড়িয়ে পড়েছে এক বিরাট রাজনৈতিক কেলেঙ্কারির সঙ্গে। অপরাধ, আর্থিক লেনদেন, রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন প্রভাবশালী লোকজন–এই চক্রের বিরুদ্ধে লড়াই দুই সবরিনার।
বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় টিভি তারকা মেহজাবিন চৌধুরী অভিনীত ডাঃ সবরিনাকে দেখে আক্ষরিক অর্থেই রক্তমাংসের এক চরিত্র মনে হয়, এতটাই সংবেদনশীল তাঁর অভিনয়। একদিকে আপন অন্তরের লড়াই–যেখানে স্মৃতি ও বর্তমান ক্ষতবিক্ষত করে তাকে। অন্যদিকে পুরুষশাসিত সমাজের বিরুদ্ধে এক নারীর আপোষহীন কঠিন যুদ্ধ। পাশাপাশি সমান প্রাণবন্ত নাজিয়া হক ওরশা (সবরিনা)। তাঁর গভীর ও সংযত অভিনয় সহজেই হৃদয় ছুঁয়ে যায়। এক গৃহবধূ, অপরাধের শিকার, আবার প্রতিবাদী এক নারী–সব মিলিয়ে অনবদ্য নাজিয়ার অভিনয়।
এছাড়াও চরিত্রের মাপে যথাযথ ইন্তেখাব দিনার (শওকত), রুনা খান, হাসান মাসুদ, যশ রোহন, এজাজুল ইসলাম ও ফারুক আহমেদ। হইচই চ্যানেলে গত ২৫ মার্চ প্রিমিয়ার হয় ৮ পর্বের সিরিজ ‘সবরিনা’-র। পরিচালক আশফাক নিপুন। সুবিচারের প্রত্যাশায় দুই নারী। দুজনেই অন্যায়ের শিকার। দুজন দুই সামাজিক অবস্থানে থেকেও কোথাও এক প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। একদিকে এই সামাজিক ও মানবিক দন্দ্ব–অন্যদিকে স্তরে স্তরে রহস্যের নিটোল জাল বুনন। স্মার্ট ও বুদ্ধিদীপ্ত এর চিত্রনাট্য। আশফাক নিপুন পূর্ণ কৃতিত্ব পাবেন এরজন্য। পরিচালকের ভাবনার নিখুঁত চিত্রন ঘটেছে বরকত হোসেন পলাশের সিনেমাটোগ্রাফিতে। নিপুণ সম্পাদনায় স্মার্ট হয়েছে ‘সবরিনা’, জোবায়ার আবীর পিয়ালের হাতে। জাহিদ নীরবের ব্যাকগ্রাউন্ড স্কোর টেনশন ধরে রাখে আগাগোড়া। বলতে দ্বিধা করবো না, দারুন আগ্রহে অপেক্ষা করছি পরের সিজনের জন্য।