টার্নিং পয়েন্ট
সাহিত্যিক ছন্দা চট্টোপাধ্যায়ের লেখার একটি মস্ত গুণ, তিনি কথার ছলে গল্প বলেন। এতে খুব সহজেই পাঠকের সঙ্গে একটি আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়। তাঁর সাম্প্রতিক প্রকাশিত উপন্যাস ‘টার্নিং পয়েন্ট’-ও এমনই রসগ্রাহী মেজাজে ঝরঝরে গদ্যে এগিয়ে চলে। তবে, এ উপন্যাস নিছকই এক কাহিনি নয়। এখানে রয়েছে একটি সুনির্দিষ্ট বিষয়ভাবনা। লেখকের নিজের ভাষাতেই বলি, “জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে…একটি বিয়ে জীবনের বাকি দুই-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করে–এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।” বিয়ে সত্যি কতটা টার্নিং পয়েন্ট ? কয়েকটি চরিত্রের যাপন, অবস্থা ও পরিস্থিতি কীভাবে শুধু বিয়ের প্রেক্ষিতেই নিয়ন্ত্রিত হয়, সেটা অত্যন্ত জীবন্ত ভঙ্গিতে উঠে এসেছে লেখকের কলমে। উল্লেখযোগ্য দিক হলো, বিবাহজনিত ইতিবাচক বা নেতিবাচক পরিণতি প্রদর্শন নয়, লেখক এখানে জীবনের বাস্তবতা তুলে ধরেছেন। চরিত্রগুলি আমাদের চেনা। ঘটনাও জানা। কিন্তু লেখক যেভাবে তাঁর দর্শনলব্ধ একটি ভাবনা ও আঙ্গিক এখানে যোগ করেন, অভিনবত্ব সেখানেই। সেখানেই এই উপন্যাসের সার্থকতাও। বইটি প্রকাশ করেছে পুনশ্চ।