Monday, February 3, 2025
৫ফোড়ন

তিনে পা ভুলভুলাইয়ার

চোট আঘাত সত্বেও সময়টা ভালোই যাচ্ছে বলতে হবে কার্তিক আরিয়ানের। ‘ভুলভুলাইয়া ২’-এর দুর্দান্ত সাফল্যে উদ্বুদ্ধ হয়ে ছবির প্রযোজক এর আর একটি সিকোয়েল বানাবার পরিকল্পনা করে ফেলেছেন। সম্প্রতি ‘ভুলভুলাইয়া ৩’ নির্মাণের ঘোষণা করেছেন প্রযোজক ভূষণকুমার। প্রসঙ্গত, ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজি হাত বদল অর্থাৎ, প্রিয়দর্শনের হাত থেকে সেটি আনিস বাজমির হাতে যাওয়ার পর ছবির মেজাজটাই ভিন্ন অভিমুখে যাত্রা করেছে। অক্ষয় কুমার অভিনীত ভুলভুলাইয়া যাঁরা দেখেছেন, তাঁরা ‘ভুলভুলাইয়া ২’ দেখে তেমন সন্তুষ্ট হননি। তবে, নয়া প্রজন্মের দর্শক, যাঁরা বিপুলভাবে কার্তিক আরিয়ান ফ্যান, তাঁরা ‘ভুলভুলাইয়া ২’-এর ফাঁদে ভালোই ধরা দিয়েছেন। অতএব ‘ভুলভুলাইয়া ৩’-এর ঘোষণা ! শোনা যাচ্ছে, ২০২৪-য় ফ্লোরে যাবে এই ছবি।