দুটি স্মরণীয় অনুষ্ঠান
বেশ ভিন্নস্বাদের মনোজ্ঞ দুটি অনুষ্ঠান সম্প্রতি হয়ে গেল ওটিটি সলিউশনস-এর ইউটিউব চ্যানেল ননস্টপ বিনোদন-এ। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় এই চ্যানেলে স্ট্রিমিং হয় টক শো ‘ননস্টপ আড্ডা’। পরপর দুটি শুক্রবার এই শো-তে কথায়-গানে স্মরণ করা হলো সম্প্রতি চলে যাওয়া ভারতের দুই কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়কে। একদিকে লতাজি–তাঁর কণ্ঠে, অনির্বচনীয় পরিবেশনে যুগের পর যুগ বুঁদ হয়ে ছিলেন দেশের তামাম সংগীতপ্রেমী শ্রোতা। বলা যায়, সারা বিশ্ব জুড়েই তাঁকে ঘিরে ছিল এক অপার উন্মাদনা, বিস্ময় ও কৌতূহল।
অন্যদিকে বাংলা গানের একটি অধ্যায় বলা যায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সর্বভারতীয় ক্ষেত্রে শাস্ত্রীয়সংগীতের একজন অত্যন্ত প্রথিতযশা শিল্পী। বলিউডি ছবিতেও প্লেব্যাক করেছেন তিনি। কিন্তু একটা সময়ের পর নিজেকে সম্পূর্ণ নিবেদন করেন বাংলাগানের সরস্বতীর চরণতলে। এইসব বিষয়ই উঠে আসে আলোচ্য দুটি অনুষ্ঠানে। ‘অমৃতলোকে অমৃতকন্যা’ শিরোনামের অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় লতাজির উদ্দেশে। অতিথি হিসেবে হাজির ছিলেন মধুছন্দা তরফদার ও তনিকা ভট্টাচার্য। সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় ‘সুরের আকাশে সন্ধ্যাতারা’ শিরোনামের অনুষ্ঠানে। অতিথি ছিলেন সিদ্ধার্থ দাশগুপ্ত ও সুনন্দা বসাক।
আগামী ৪ জুন শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলের ‘ননস্টপ আড্ডা’-য় অতিথিরূপে হাজির থাকবেন সংগীতশিল্পী ও সুরকার কৌশিক দে।