Monday, February 3, 2025
ওয়েব-Wave

ধর্ম, রাজনীতি ও অপরাধ ‘বারাণসী জংশন’-এ

হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। এই মার্চেই ক্লিক-এর পর্দায় দেখবেন ‘বারাণসী জংশন’। লিখেছেন অজন্তা সিনহা

পরিচালক অর্ণব রিঙ্গো ব্যানার্জি এই সিরিজ প্রসঙ্গে জানিয়েছেন, ‘বারাণসী জংশন’ নির্দেশনা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। প্রসঙ্গত, ক্লিক-এর সঙ্গে রিঙ্গোর এটা প্রথম অ্যাডভেঞ্চার, যা তাঁর ভাষায় রীতিমতো এক রোলার কোস্টার জার্নি ! প্রাচীন বারাণসী আজকের মানুষের মুখে মুখে বেনারস। সেই ইতিহাসের কাল থেকেই রহস্যে ঘেরা বারাণসীর বিভিন্ন ঘাট। গল্পরা ঘুরে বেড়ায় এই ঘাটগুলিকে ঘিরে। রাতে ও ভোরের কুয়াশায় সেই রহস্যময় ঘাটগুলির শুটিং করতে পারার দুরন্ত অভিজ্ঞতার কথাও জানিয়েছেন রিঙ্গো। তাঁর কথায়, এটি একটি এজ-অফ-দ্য-সিট থ্রিলার, যা দর্শককে শেষ অবধি রহস্যের বাঁধনে বেঁধে রাখবে। থ্রিলার নির্মাণে রিঙ্গোর দক্ষতা প্রশ্নাতীত। ফলে, ‘বারাণসী জংশন’-কে কেন্দ্র করে ওয়েব দর্শকের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে।

ক্রাইম থ্রিলার ওটিটি প্ল্যাটফর্মের দর্শকের কাছে আজ আর নতুন কোনও বিষয় নয়। কিন্তু এই সিরিজ সেই গতানুগতিক তালিকায় পড়ে না। কারণ, এর পটভূমি বেনারস। একদা ধর্মাচরণ ও শিক্ষার পীঠস্থান বেনারস আজ ধর্ম ও রাজনীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে, এ তথ্য সকলেরই জানা। আর যেখানে বিদ্যাচর্চাকে পাশে সরিয়ে রেখে ধর্ম ও রাজনীতিকে মেলানো হয়, সেখানে অপরাধের কালো ছায়া তো ডানা মেলবেই। এই অনুষঙ্গেই বেনারসের অলি-গলি জুড়ে পল্লবিত এই থ্রিলারের রোমাঞ্চকর কাহিনি। দ্রুতগতিতে, পরতে পরতে টানটান উত্তেজনায় এগিয়ে চলবে তার রূপরেখা। পথে-ঘাটে, আনাচে-কানাচে পাতা মরণ ফাঁদ। সেই ফাঁদে কে বা কারা পড়বে, আর কী ঘটবে তাদের ভাগ্যে, সে তো আপনারা দেখবেন ক্লিক-এর পর্দায়। আপাতত কিছুটা গল্পের আভাস দেওয়া যাক।

অকস্মাৎ নিখোঁজ হয়ে যায় এক মহিলা সাংবাদিক। আর তার ভয়াবহ পরিণতি দেখে ফেলে এক তরুণ ইউটিউব ব্লগার। এদিকে সেই মহিলা সাংবাদিকের সহকর্মী, এক ক্রাইম রিপোর্টারও খুঁজছে হারিয়ে যাওয়া মানুষটিকে। এই দুজনের কী দেখা হয় ? হলে, তারপর কী কী ঘটে ? আমরা দেখি, সেই জটিল ঘটনার পিছু তাড়া করে সাংবাদিক ভয়ানক বিপদের সম্মুখীন হচ্ছে। অন্যদিকে ব্লগারটি স্বেচ্ছায় অনুসন্ধানের সুত্র ধরে এই আঁধার জগতে পা রেখেই বুঝতে পারে, সে নিজেই ওই প্রাচীন শহরের এক ভয়াবহ দুষ্কৃতীচক্রের মারণ নিশানার কেন্দ্র হয়ে উঠেছে। সে এটাও বুঝতে পারে, অজ্ঞাতসারেই তার প্রতিটি পদক্ষেপের ওপর নজরদারি করা হচ্ছে। অনুভব করে, এই শহরে কেউ তার বিশ্বাসযোগ্য নয়। ক্রমে তার সামনে তথাকথিত ধর্মবান্ধব শহরে ঘোর অধর্মের কালো আঁধারে ভরসাযোগ্য সব দরজা একে একে বন্ধ হতে থাকে। চারিদিক থেকে ঘিরে ধরা বিপর্যয়ের ঘেরাটোপ থেকে বেরোতে পারবে কী সে ? তরুণী ক্রাইম রিপোর্টারের ভাগ্যেই বা কী ঘটবে ? শেষ পর্যন্ত আঁধার জগতের ঘৃণ্য শক্তিগুলো কী পরাজিত হবে ?

সব প্রশ্নের উত্তর পাবেন ‘বারাণসী জংশন’-এ, ক্লিক-এর পর্দায়। শুরু হচ্ছে এই মাসেই। কাহিনি, চিত্রগ্রহণ, পরিচালনা ও সম্পাদনা অর্ণব রিঙ্গো ব্যানার্জি। একটি অভিনব তথ্য, সম্পূর্ণ সিরিজের শুটিং সম্পন্ন হয়েছে বেনারসের আউটডোর লোকেশনে, একটি সেলফোনের মাধ্যমে। সিরিজের প্রযোজক ঐন্দ্রিলা ব্যানার্জি ও রিং আ বেল ফিল্মস। সাউন্ড ডিজাইনার তীর্থংকর মজুমদার। অভিনয়ে অমৃতা চট্টোপাধ্যায়, জিতসুন্দর চক্রবর্তী, যুধাজিত সরকার, ঋদ্ধিশ চৌধুরী, কোরক সামন্ত, অভিজিৎ সেনগুপ্ত, অরূপ জাইগিরদার, মহম্মদ করীম, অগ্নিভ ব্যানার্জি প্রমুখ। প্রসঙ্গত, অমৃতা এই প্রথম একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন। সিরিজের গণমাধ্যম প্রচারে আছেন রানা বসু ঠাকুর।