Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

নতুন অভিমুখে মহুল সাথী ওটিটি সলিউশনস

মহুল গাছের সিথানে/বসে সবাই এখানে… আবৃত্তির ব্যান্ড ‘মহুল’। তাদের সঙ্গে এবার মিলিত হওয়ার অপেক্ষায় ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। সংস্কৃতি যখন প্রাণ, প্রযুক্তি তখন অস্থি প্রকোষ্ঠ। আসন্ন বাসন্তিক উচ্ছাসে তাই প্রথমবার মহুলের সঙ্গে ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড-এর যৌথ প্রয়াসে মুক্তি পেতে চলেছে রঙের উৎসবে অনন্ত প্রেম।

সময়টা ২০০৫। যিনি রাঁধেন তিনি চুল-ও বাঁধেন। ব্যতিক্রম নন শাঁওলী মজুমদারও। একা হাতে তিলে তিলে সাজিয়ে তুলেছেন সোহাগের মহুলকে। দেশের গণ্ডি কাটিয়ে আন্তর্জাতিক স্তরেও স্বমহিমায় উজ্জ্বল মহুল। বর্তমানে তাদের ভাঁড়ারে রয়েছে ডলবি ৫.১-এর মত অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ৫ টি নিজস্ব ষ্টুডিও। জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও নানান অনুষ্ঠানের ডাবিং ও মিক্সিং হয় এখান থেকেই।

Whatsapp Image 2022 03 18 At 11.59.41 Am

সম্প্রতি সেই মহুলের সঙ্গেই একত্রে কাজ করার প্রয়াসে লিপ্ত হয়েছে ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। প্রসঙ্গত ওটিটির কর্ণধার সুদীপ বসু বলেন, “মহুলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা অনেকদিনের। তাদের কাজের অংশ হতে পেরে আমরা সকলেই ভীষণ খুশি। একসাথে কাজ করে দর্শকদের মন জয় করতে পারবো এমনটাই আশা রাখি।”

এই যৌথ প্রয়াসের শুভমুক্তি আসন্ন। রং মানে প্রেম। মনে দোলা দিয়ে যায় যে প্রেম, বাইরের দুনিয়া তাকেই দোল উৎসব নামে চেনে। এমনই এক রঙিন প্রেমের মানুষ আর তাঁর প্রেয়সীকে নিয়েই এই যৌথ উদযাপন। গৌরাঙ্গ সুন্দরের উপাখ্যানই এবছরের প্রধান আকর্ষণ। শুধু অপেক্ষার আর কয়েক প্রহর।