Thursday, March 13, 2025
কৃষ্টি-Culture

ননস্টপ আড্ডায় একা স্বাতী

ননস্টপ আড্ডায় কথায়-গানে সলিল চৌধুরী স্মরণ ছিল গত শুক্রবার। অতিথি রূপে উপস্থিত ছিলেন  বাংলাগানের ভার্সাটাইল শিল্পী দেবমাল্য চট্টোপাধ্যায়। সলিল চৌধুরী সৃষ্ট বেশ কয়েকটি বাংলা ও হিন্দি গানের পরিবেশনে এই মহান স্রষ্টাকে শ্রদ্ধা জানান তিনি। গানের পাশাপাশি ছিল অত্যন্ত সমৃদ্ধ একটি আলোচনা। উঠে এল ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি এই মানুষটির সৃষ্টির নানা দিক নিয়ে কথা। আজ সন্ধ্যায় ননস্টপ আড্ডায় থাকছেন সংগীতশিল্পী স্বাতী পাল। নানা ধরনের গানে স্বচ্ছন্দ তিনি। এছাড়া গান লেখা ও সুর সৃষ্টিতেও দক্ষ তিনি। কথায়-গানে স্বাতীর সঙ্গে জমবে এই সন্ধ্যার গান-আড্ডা। চোখ রাখুন ননস্টপ বিনোদন চ্যানেলে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়।