Sunday, May 19, 2024
কৃষ্টি-Culture

পরম্পরায় বাংলার লোকসঙ্গীত

তিনি স্বপ্ন দেখেছিলেন তাঁর পিতার নামাঙ্কিত এই উৎসব আন্তর্জাতিক মানে উন্নীত হবে। ঘনিষ্ঠ মহলে বলতেন তাঁর স্বপ্নের কথা–বিশেষত, তাঁর সহযোদ্ধা, স্ত্রী, সঙ্গীতশিল্পী উত্তরা চৌধুরীকে। উৎপলেন্দু চৌধুরী–প্রবাদপ্রতিম লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরীর সুযোগ্য উত্তরাধিকার। তাঁরই ভাবনায় অনুপ্রাণিত নির্মলেন্দু লোকসঙ্গীত উৎসব ‘শতবর্ষের আলোকে নির্মলেন্দু চৌধুরী’। ডিজিটাল প্ল্যাটফর্মে এমন এক অতুলনীয় উদ্যোগ–নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য।

সময়ের অনেক আগেই চলে গেছেন উৎপলেন্দু। কিন্তু তাঁর কাজ থেমে নেই। তাঁর স্বপ্নকে সফল করবার প্রচেষ্টায় উদ্যোগী হয়েছেন এই সময়ের প্রখ্যাত লোকগানের শিল্পী রাজু চক্রবর্তী। অনুপ্রেরণায় উত্তরা চৌধুরী। এ প্রসঙ্গে রাজু জানিয়েছেন,”আমি ও আমার মতো নির্মলেন্দু চৌধুরীর অনুগামীরা এই প্রচেষ্টায় এগিয়ে এসেছি। উদ্দেশ্য, পরের প্রজন্মের কাছে এক অনন্য লোকসঙ্গীত পরম্পরাকে পৌঁছে দেওয়া। মাথার উপর পেয়েছি লোকসঙ্গীতের স্বনামধন্য শিল্পীদের। দুই বাংলার লোকসঙ্গীত শিল্পীদের সমন্বয়ে সপ্তাহ ব্যাপি অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান, আমাদের পেজ friends of rajur lokogaan-এ।” গত ২৭শে জুলাই শুরু হয়েছে এই উৎসব, চলবে ২রা আগস্ট পর্যন্ত। দর্শক-শ্রোতারা Friends of rajur lokogaan পেজে গেলেই পাবেন এই উৎসবের ঝলক।