Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

ননস্টপ আড্ডায় ‘বিরহী বর্ষা’

নববর্ষার মেঘ দেখে উথাল-পাথাল যক্ষের হৃদয়। অলকাপুরীতে অপেক্ষায় তাঁর বিরহী প্রিয়া। আকুল যক্ষ অগত্যা প্রিয়তমার কাছে নিজের বার্তা প্রেরণ করবার জন্য মেঘকেই তাঁর দূত হিসেবে নিযুক্ত করলেন। ১লা আষাঢ়, ধরার বুকে বর্ষার আগমন ও কবি কালিদাসের মেঘদূত–এক চিরন্তন বিরহী অনুভবের প্রতীক হয়ে রয়েছে। সেই মেঘদূত আর সেই বিরহের আকুলতা, মগ্ন যন্ত্রণা, নীরব একাকী সময়ের যাবতীয় অনুষঙ্গ রবীন্দ্রনাথের বর্ষার গানকে আকির্ণ করেছে নানা রঙে। ননস্টপ বিনোদন চ্যানেলের ননস্টপ আড্ডায় রবীন্দ্রনাথের গানে সেই ‘বিরহী বর্ষা’-কেই অনুভবে ছোঁয়ার চেষ্টা আগামী ১৭ জুন সন্ধ্যা ৭টায়।  অতিথি সঙ্গীতশিল্পী সুদীপ্ত ঘোষ। ভাবনা, রচনা, সংকলন ও সঞ্চালনা অজন্তা সিনহা।