ননস্টপ আড্ডায় রবীন্দ্রনাথ
শুধু কী ২৫ শে বৈশাখ থেকে ২২ শে শ্রাবণ–এই সময় কালটুকুতেই স্মরণীয় বরণীয় তিনি ? বাঙালি তথা বিশ্ববাসীর কাছে রবীন্দ্রনাথ কী মানবজীবনের চিরন্তন চর্চার বিষয় নয় ? এক একটি বৈশাখ আসে, আর আমরা তাঁর জন্মোৎসব পালনে মেতে উঠি। এ যেন সেই তাঁরই কথায়, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি…! ননস্টপ আড্ডায় এইসব প্রসঙ্গই উঠে আসবে পর্যায়ক্রমে। আজকের বিশেষ আড্ডার অতিথি উত্তরবঙ্গের প্রখ্যাত বাচিকশিল্পী নবনীতা দাস। অনুষ্ঠানের শিরোনাম ‘ভুলে থাকি’। আগামী ১৯শে মে ননস্টপ আড্ডা জমে উঠবে কথা ও কবিতায়। উপস্থিত থাকবেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক, আকাশবাণীর প্রাক্তন উপস্থাপক আর্তি চৌধুরী। সঙ্গে শিক্ষক ও লেখক, সঞ্চালক ও উপস্থাপক পৌলোমী সরকার। দর্শক বন্ধুদের জানাই, প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।