Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

ননস্টপ বিনোদন চ্যানেলের নতুন জ্যুকবক্স

গত ২১ শেষ জুন বিশ্বসঙ্গীত দিবস উপলক্ষে নতুন অডিও জ্যুকবক্স প্রকাশ করেছে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেল। শ্রেয়া ঘোষাল, নচিকেতা চক্রবর্তী, বিনোদ রাঠোর, কুমার শানু, অন্বেষা এবং রূপঙ্কর–এই বিশিষ্ট শিল্পীদের গাওয়া মোট ৮ টি গান দিয়ে এই জ্যুকবক্সটি বানানো হয়েছে। এখানে রয়েছে ‘রিমঝিম’, ‘জীবন চলছে নেশার ঘোরে’, ‘আমি নীরব হয়ে’, ‘চাঁদ’, ‘তুমি শুধু তুমি’, ‘সাড়া দাও’, ‘ভালোবাসা তার’, ‘তুমি হও আয়ুরেখা আমার’ প্রভৃতি বিখ্যাত গান। ইতিমধ্যেই কয়েক হাজার দর্শকের মন‌ জয় করেছে এই উপহার।