নন্দিতার কণ্ঠে শ্রাবণ বাতাস
আজ শ্রাবনের বাতাস বুকে/এ কোন সুরে গায়/ আজ বরষা নামলো সারা/আকাশ আমার পায়…বাংলা আধুনিক গানের শ্রোতারা সকলেই রূপঙ্করের গাওয়া এই গানটির সঙ্গে পরিচিত। এবার নন্দিতা এক্সক্লুসিভ প্রোডাকশন থেকে আবারও মুক্তি পেল গানটির সিঙ্গলস। গেয়েছেন নন্দিতা। প্রসঙ্গত, গানটির সুরকার অমিত ব্যানার্জি বলেন, “গানটি তৈরি করার পর রূপঙ্করের গলায় ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল। আজও অনেকেই গানটিকে নিজের মনে করে শোনেন। গানটির সঙ্গে কোথাও যেন আমিও মিশে আছি। এর আগে বেশ কিছু কভার ভার্সান শুনেছি। তাদের সবাইকে ধন্যবাদ। নন্দিতার অনেক দিনের ইচ্ছে ছিল এই গানটি গাওয়ার। তাই আবারও নতুন করে নন্দিতার সঙ্গে কাজ করে সেই আমির স্বাদটা খুঁজে পেলাম।” গানটির রচয়িতা সৈকত কুণ্ডু। দক্ষিণ কলকাতার গানবাজনা গ্যারেজ স্টুডিওতে রেকর্ড করা হয়েছে এই সিঙ্গলস। মিউজিক ডিজাইন ও প্রোগ্রামিং করেছেন অমিত ব্যানার্জি। প্রোমোশনাল পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। গত ১২ই আগস্ট এই সিঙ্গলস মুক্তি পেয়েছে। শ্রোতা-দর্শক ইতিমধ্যেই উচ্ছ্বসিত নন্দিতার নিবেদনে।