Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

নন্দিতার ‘রাধা শুনেছে’ গানে নষ্টালজিক শ্রোতা

‘জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী/শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারী…’! জন্মাষ্টমী ও নন্দোৎসবের আবহে, চলছে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালন। সেই আরাধনায় শামিল নন্দিতা এক্সক্লুসিভ। গত ১৮ই আগস্ট বিশিষ্ট সঙ্গীতশিল্পী নন্দিতার এই  ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে ‘রাধা শুনেছে’। শিল্পীর কণ্ঠে গীত এই গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। সুরকার অমিত ব্যানার্জি। মিউজিক ডিজাইন ও প্রোগ্রামিং করেছেন অমিত ব্যানার্জি। দক্ষিণ কলকাতার গানবাজনা গ্যারেজ স্টুডিও-তে রেকর্ড করা হয়েছে গানটি। ভিডিও নির্দেশনা ও পরিচালনা করেছেন সুরজিৎ চক্রবর্তী। ভিডিও এডিটিং তনুশ্রী চক্রবর্তী। গানের ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। মূলত রাধা-কৃষ্ণের প্রেমকে কেন্দ্র করে এই গানটি রচিত, যা অনায়াসেই মন কেড়েছে আট থেকে আশি সকল শ্রোতারই। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষের মনে জায়গা করে নিয়েছে ‘রাধা শুনেছে’। প্রসঙ্গত শ্রোতারা কমেন্টের মাধ্যমে এও জানান, সমস্ত গান জুড়ে তাঁরা সদ্যপ্রয়াত কিংবদন্তি সুরকার অভিজিৎ বন্দোপাধ্যায়ের উপস্থিতি গানের মাধ্যমে অনুভব করতে পারছেন।