Monday, February 3, 2025
ওয়েব-Wave

নস্টালজিক করে ‘হোস্টেল ডেজ’

হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। আজ ‘হোস্টেল ডেজ’ নিয়ে লিখেছেন মৃণালিনী ঠাকুর

হোস্টেল জীবনের মজাটা তাঁরাই জানেন, যাঁরা হোস্টেলে থেকেছেন। এ যেন একেবারে অন্য এক জগৎ ! একদিকে নিয়মের আঁটোসাঁটো বাঁধন। অন্যদিকে নিষিদ্ধ দুনিয়ার হাতছানি। ঘরের যত্ন, মায়ের স্নেহের আঁচল, বাবার ভরসার সীমানা ছাড়িয়ে আত্মনির্ভরশীল হয়ে ওঠার পথে কত যে হার্ডল ! পড়াশোনা, খেলাধুলা, বন্ধুত্ব, ভালোবাসা ও ঈর্ষা, ঝগড়া ও ভাব, কাছে আসা, দূরে যাওয়া–হোস্টেল জীবনে নাটকের অন্ত নেই। এভাবেই কৈশোর ও তারুণ্যের দিন কাটে হোস্টেলে। তারপর বড় হয়ে নিজের পরিধি গড়ে তোলা। যে যেখানেই জীবনপথে অগ্রসর হোক না কেন, হোস্টেল যাপনের না ভোলা দিন স্মৃতির ভান্ডারে থেকে যায় চিরদিন।

এক কলেজ হোস্টেলের এমনই অনুভবের কাহিনি নিয়ে হইচই বাংলাদেশের ওয়েব সিরিজ ‘হোস্টেল ডেজ’, যা ইতিমধ্যেই দারুণভাবে দর্শকধন্য হয়েছে বলা যায়। গল্প এইরকম, ওজি ওরফে অর্ক (অনিন্দ্য সেনগুপ্ত) একজন ফুড ভ্লগার। এক হোটেলে গিয়ে একটি বিশেষ পদ টেস্ট করার সঙ্গে সঙ্গে ওজির মনে পড়ে যায় পরি অর্থাৎ পরীক্ষিতের (অর্পণ ঘোষাল) কথা। তার মনে পড়ে, পরির দুর্দান্ত রান্নার স্মৃতি, যা তাদের হোস্টেল যাপনের অনেকটা জুড়ে ছিল। পরির এটাও এক বৈশিষ্ট্য, এই রান্নার শখ বা রেসিপির মধ্য দিয়েই সে চেষ্টা করতো পুরোনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে। ওজির মনে পড়লো, পরি যেমন ভালো ছাত্র ছিল, তেমনই ভালো কুক। আজকের স্টার ফুড ভ্লগার ওজি হোটেলের বিশেষ পদটি চাখার পরই কেমন করে স্মৃতিভারে আচ্ছন্ন হয়ে ফিরে গেল তার হোস্টেল জীবনের দিনগুলিতে, তাই নিয়েই শুরু এই সিরিজের প্রথম পর্ব। পর্বে পর্বে তার চোখ দিয়েই দর্শকের কাছে ধরা দেয় ‘হোস্টেল ডেজ’।

একেবারে রিয়ালিস্টিক প্যাটার্নে তৈরি এই সিরিজ নির্মাণে পরিচালক জুটি সাত্যকি কুন্ডু এবং সৌভিক মণ্ডল যে কোনও ত্রুটিই রাখেননি, তা এর পর্বগুলি দেখলেই বোঝা যায়। এক নিবিষ্ট রিসার্চ ও হোমওয়ার্ক চোখে পড়ে বিষয়ের বিন্যাসে। প্রতিটি দৃশ্য রচিত হয় নতুন চমক নিয়ে। অথচ, কোথাও এতটুকু আরোপিত মনে হয় না। হোস্টেলের খাবার ঘর, সেখানে খারাপ রান্না নিয়ে তরজা–প্রথম পর্বের প্রথম দৃশ্যেই স্বাভাবিক অভিনয়ে মন ছুঁয়ে যান অভিনেতারা। সিরিজে মুখ্য ভূমিকায় অনির্বাণ, অর্পণ ছাড়াও আছেন রোহন ভট্টাচার্য ও রোশনী ভট্টাচার্য। আছেন কাঞ্চন মল্লিক, শুভ চট্টোপাধ্যায়, পুষণ দাশগুপ্ত, রাহুল বারুই ও আরও অনেকে। আর প্রত্যেকেই নিজের নিজের ভূমিকায় দারুণ স্বচ্ছন্দ। টানটান চিত্রনাট্য, তুখোড় সংলাপ (এতটাই যে ব্যবহৃত স্ল্যাংগুলিও একেবারে স্বাভাবিক ভঙ্গিতে আসে)। গত নভেম্বরে হইচই প্ল্যাটফর্মে শুরু হয়েছে ‘হোস্টেল ডেজ’। আপাতত ৬ পর্বের প্রথম সিজন। ২০ থেকে ৩০ মিনিটের এক একটি পর্ব, দর্শন মাত্র আপনাকে নিয়ে যাবে কলেজ জীবনের নস্টালজিয়ায়, নিশ্চিত বলা যায়।