Monday, May 12, 2025
৫ফোড়ন

নাগার চৈতন্য ও সামান্থা

ওঁদের বিবাহ বিচ্ছেদের খবরে মর্মাহত হয়েছিল তামাম ভক্তকুল। দীর্ঘ প্রেম, তারপর মধুর দাম্পত্য ও সবশেষে অবিশ্বাসের আগুনে সম্পর্কের ইতি–তেলুগু সুপারস্টার নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর জার্নি সিনেমার কাহিনির চেয়ে কিছু কম এন্টারটেনিং নয়। সে হোক, এখন সব চুকেবুকে যাওয়ার পর এসব কথা আবার কেন ? আবার এইজন্যই, বিচ্ছেদের পরও সামান্থার কথা বলতে গিয়ে ক্লান্ত হচ্ছেন না নাগা চৈতন্য। এক সাংবাদিক সম্মেলনে সম্প্রতি সামান্থার প্রসঙ্গে আবেগে আপ্লুত হতে দেখা যায় তাঁকে। তাঁদের নিবিড় প্রেম, গাঢ় অনুভবের এক একটি মুহূর্ত স্মরণ করে স্মৃতিমেদুর হয়ে ওঠেন নাগা। এবার এসব শুনে সামান্থার প্রতিক্রিয়া কী, সেটা নিশ্চয়ই জানতে চাইবেন সকলেই। নিরাসক্ত সামান্থা জানিয়েছেন, নাগা চৈতন্য বহু মেয়ের পিছনে ঘুরে বেড়ানো একজন মানুষ। আমার প্রতি তাঁর দাক্ষিণ্য-দৃষ্টি পড়ে অনেক পরে। সাতজনের পিছনে ছিল আমার নাম্বার। তাঁর এই কঠোর জবাবের ভিত্তিতে নাগার প্রতিক্রিয়া কী, সেটা অবশ্য আর জানা যায়নি।