Monday, February 3, 2025
বিনোদনের ছোট বাক্স

নির্ভেজাল হাসি-মজার নাটক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এ

আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। এই সপ্তাহেই স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। চূড়ান্ত রোমান্টিক এই কমেডি ধারাবাহিক নিয়ে লিখেছেন মৃণালিনী ঠাকুর

এক দুস্টুমি ভরা প্রেমকাহিনি–বয়ঃসন্ধির ভালোবাসায় যেমন ঘটে আর কী! প্রাকস্বাধীনতা সময়ের এমনই এক গল্পে সৃষ্ট ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ শুরু হয়েছে স্টার জলসায়। মিষ্টি, দারুণ রসগ্রাহী, ভীষণ রোমান্টিক, চূড়ান্ত উপভোগ্য এই রোমান্টিক কমেডি বাংলা টিভির দর্শকদের নিঃসন্দেহে এক ভিন্নস্বাদের অভিজ্ঞতা দিতে চলেছে। আকর্ষণীয় ভিসুয়াল, হই হই হাসির এই ধারাবাহিকটি পর্দায় আনা হয়েছে এক নিটোল গল্প বলার ভঙ্গিতে।

মানিক (সুকৃত সাহা) এক প্রাণবন্ত কিশোর। পড়াশোনার সঙ্গে তার সম্পর্ক নেই বললেই চলে। মানিকের মাথায় সবসময় দুষ্টুবুদ্ধি খেলা করে। তার আশপাশের লোকজন তার জ্বালায় অতিষ্ট। দুর্দম স্বভাবের মানিক মানেই নিত্যনতুন সমস্যা। এহেন মানিক আবার শ্রীমান পৃথ্বীরাজের একান্ত ভক্ত। নিজেকে সেই দাপুটে রাজার জায়গায় কল্পনা করতে ভালোবাসে সে। অন্যদিকে কমলা (অয়ন্যা চ্যাটার্জি) হলো ঠিক মানিকের বিপরীত। সে ভদ্র, সভ্য, লেখাপড়া জানা এবং বুদ্ধিমতী এক মেয়ে। কমলা লেখাপড়া তো জানেই। পাশাপাশি সে ভালো ইংরেজিও বলতে পারে, যেটা তার সময়ের মেয়েদের পক্ষে এক বিরল গুণ হিসেবে বিবেচিত হতো। সে খুব ভালো পিয়ানোও বাজাতে পারে। ম্যানার্স ইত্যাদি ক্ষেত্রেও কমলা তার আশপাশের ছেলেমেয়েদের থেকে এগিয়ে ছিল। 

Img 20230312 Wa0055
নির্ভেজাল হাসি-মজার নাটক 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'-এ 4

দুই বিপরীত মেরুর কিশোর ছেলেমেয়ে মানিক ও কমলা, যারা প্রেম ও বিয়ের কিছুই বোঝে না, তাদের মধ্যেই বিয়েটা ঘটে যায়। বলা যায়, বিয়ে করতে হয় তাদের। মজার ব্যাপার হলো, শুধু মানিক ও কমলাই নয়, দুজনের পরিবারের সদস্যরাও একেবারে বিপরীতমুখী। মানিকের বাবা এডভোকেট ফনিভূষণ (কুশল চক্রবর্তী) একজন যুক্তিবাদী, চেতনাসম্পন্ন এবং প্রকৃত দেশপ্রেমী, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জেতার কোনও একটি সুযোগ ছাড়েন না। আর কমলার বাবা রুদ্রপ্রতাপ একজন প্রবল অনুগত ব্রিটিশভক্ত, যিনি রায়বাহাদুর খেতাব প্রাপ্তির জন্য একেবারে মরিয়া। 

Img 20230312 Wa0053
নির্ভেজাল হাসি-মজার নাটক 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'-এ 5

ভাগ্যের এমন পরিহাস, দুই বাবা, যাঁরা একে অপরকে ঘৃণা করেন, বাধ্য হন মানিক ও কমলার বিয়ে দিতে। এরপর থেকেই গল্পে লাগে নতুন রঙ। দুটি কিশোর কিশোরীর মধ্যে শুরু হয় মন দেওয়ানেওয়া। একের পর এক ঘটনা ঘটে। বিয়ের পর কমলা তার শ্বশুর-শাশুড়ি ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে থাকতে শুরু করার সঙ্গে সঙ্গেই নাটক দ্বিগুণ জমে ওঠে। মজাদার, প্রাণবন্ত, মনছোঁয়া সেই সব ঘটনা আপনারা স্টার জলসার পর্দায় দেখবেন। ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর প্রযোজক অ্যাক্রপোলিস এন্টারটেনমেন্ট। কুশল, সুকৃৎ, অয়ন্যা ছাড়াও অভিনয় করেছেন সোহিনী সান্যাল, অভিজিৎ গুহ, কৌশিক চক্রবর্তী প্রমুখ। স্টার জলসায় ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ দেখান হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে।