পডকাস্টে নেতাজী
সাহসিকতা ও সুভাষচন্দ্র বসু, নেতৃত্ব ও নেতাজী, শব্দগুলোকে প্রায় সমার্থক বলাই যায়। কটকের ছোট্ট সুভাষ থেকে হয়ে উঠেছিলেন আজাদ হিন্দ ফৌজের কাণ্ডারি। পথটা অবশ্যই সহজ ছিল না। ভারতের অভ্যন্তরীন ব্যবস্থার ছিদ্রগুলোকে মেরামত করতে চেয়েছিলেন। কখনও মাথা নত করেননি। সংগ্রামী সুভাষ আমাদের পরিচিত, তবে এবার চিনে নেওয়ার পালা ব্যক্তি সুভাষকে। প্যাস্টেল পডকাস্ট-এর নতুন ভাবনা ‘ভারতসন্তান সুভাষচন্দ্র বোস’। এই সাপ্তাহিক অডিও সিরিজ তুলে ধরবে নেতাজীর জীবনের রোজনামচার খুঁটিনাটি। গত ৪ঠা অগাস্ট এই সিরিজের প্রথম পর্ব এবং গত ১১ই অগাস্ট এই সিরিজের দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে। গান্ধিজী ছাড়াও তরুণ সুভাষের আরও এক রাজনৈতিক গুরুর কথা এই পর্বে বলা হয়েছে। যাঁর ছায়ায় নিজ আদর্শ খুঁজে পেয়েছিলেন সুভাষচন্দ্র। নেতাজীর নাতনি জয়ন্তী রক্ষিত ও অনুষ্ঠানের সূত্রধর ও প্যাস্টেল পডকাস্টের কর্ণধার শাঁওলী মজুমদারের কন্ঠে সুভাষচন্দ্র বসু সম্পর্কিত এই অজানা তথ্য সমাহার তরুণ প্রজন্মকে আরও সমৃদ্ধ করবে, এমনটাই আশা প্যাস্টেল পডকাস্টের।