Monday, February 3, 2025
বলিউডলাইম-Light

পর্দায় শেঠি সার্কাস

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। রোহিত শেঠির ছবি ‘সার্কাস’ নিয়ে এই সপ্তাহে লিখেছেন অজন্তা সিনহা

কমেডি নিয়েই মূলত কাজ তাঁর। কমেডি হোক বা একশন কমেডি সকলেই জানেন রোহিত শেঠির ছবি  মানেই ফুল ( full বা fool, যেভাবে খুশি ভাবুন) এন্টারটেনমেন্ট !! তাঁর আপকামিং ছবি ‘সার্কাস’ নিয়ে তাই বিনোদনপ্রেমী দর্শকের আগ্রহের শেষ নেই। তবে, এবারে আর ননসেন্স ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি বা ‘দিলওয়ালে’-র মতো রোমান্টিক একশন ছবি নয়। এবার একেবারে শেক্সপিয়রের ‘কমেডি অফ এররস’ রোহিতের অবলম্বন! ‘সার্কাস’-কে এই প্রেক্ষিতেই নাকি পিরিয়ড কমেডি ড্রামা হিসেবে দেখবেন ভারতীয় দর্শক। ছবিটি একত্রে প্রযোজনা করেছে রোহিত শেঠি প্রোডাকশন্স ও টি সিরিজ। অর্থাৎ রোহিত ছবির অন্যতম প্রযোজকও বটে ! এছাড়াও প্রযোজনায় আছেন ভূষণকুমার। রোহিতভক্তরা তো ভরপুর আমোদের অপেক্ষায়। তবে, এই ভক্তকুলের বাইরে কেউ কেউ কিছুটা দুশ্চিন্তায়, শেক্সপিয়রের কমেডি অফ এররস-এর পুরোটাই এরর (error) না হয়ে যায় !!

Images 10
পর্দায় শেঠি সার্কাস 7

বস্তুত, এই ছবি ঘোষণার পর থেকেই এই জাতীয় আলোচনা তুঙ্গে। রোহিত অবশ্য এসবের ধার ধারেননি। তিনি নিজের ক্ষমতা এবং হিন্দি ছবির দর্শকের মেজাজ-মর্জি ভালোই বোঝেন ! তিনি কমেডি অফ এররস-এর ‘সার্কাস’-করণের কাজটা কতটা দক্ষতার সঙ্গে করবেন, সেই বিষয়ে রোহিতভক্তরাও যথেষ্ট ওয়াকিবহাল। সেই বিশ্বাসকে হাতিয়ার করেই ২০২০-র নভেম্বরে ‘সার্কাস’-এর কাজ শুরু করে দেন তিনি। মুম্বইয়ে কোভিড ১৯-এর দ্বিতীয় ঢেউ আসায় বেশ কিছুদিন শুটিং বন্ধ থাকে। শেষ পর্যন্ত উটিতে শুরু হয় ‘সার্কাস’-এর বাকি পর্বের শুটিং, ২০২১-এর নভেম্বরে। ২০২১-এর ডিসেম্বরে ছবির শুটিং সমাপ্ত করেন রোহিত। আর এ বছর নভেম্বরের মধ্যে ছবির যাবতীয় কাজ শেষ করে ফেলেন বলিউডের অন্যতম এই স্মার্ট পরিচালক। গত ২ ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে প্রকাশ পায় ‘সার্কাস’-এর ট্রেলার, যা ইতিমধ্যেই জনতা পছন্দ করেছেন বলে জানা গিয়েছে।

সিনেমার পর্দায় শেক্সপিয়রের ‘কমেডি অফ এররস’-এর ভারতীয় এবং বঙ্গীকরণ দুইই ঘটেছে আগেই। বাংলায় ‘ভ্রান্তিবিলাস’ ও হিন্দিতে ‘আঙ্গুর’ দেখেছেন হিন্দি ও বাংলা ছবির দর্শক। প্রসঙ্গত, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত উপন্যাস ‘ভ্রান্তিবিলাস’-এর অনুপ্রেরণাও ছিল শেক্সপিয়রের ‘কমেডি অফ এররস’। এই কাহিনির চলচ্চিত্র রূপান্তর আমরা দেখি মনু সেনের পরিচালনায়। তার অনেক পরে গুলজার হিন্দিতে ‘আঙ্গুর’ নিয়ে আসেন পর্দায়। তবে, এই দুটি ছবিরই দর্শক ছিলেন মূলত কয়েক দশক আগের মানুষ। নয়া প্রজন্মের কেউ কেউ হয়তো পরে টেলিভিশনের পর্দায় দেখেছেন ছবিদুটি। উল্লেখ্য, দুটি ছবিই দারুণ সফল ও অত্যন্ত সমাদৃত।

দু’দুটি যমজ সন্তানের একই অঞ্চলে জন্ম, বেড়ে ওঠা ও সংসারধর্ম পালন–তাই নিয়ে যত বিচিত্র কাণ্ডকারখানা–সেখান থেকেই উদ্ভূত চূড়ান্ত হাস্যরস। ‘সার্কাস’-এ এই রসের যোগানে পর্দায় আসছেন রণবীর সিং, বরুণ শর্মা, পূজা হেগড়ে, জ্যাকুলিন ফার্নান্দেজ, জনি লিভার, সঞ্জয় মিশ্র, সিদ্ধার্থ যাদব, সুলভা আর্য, মুকেশ তিওয়ারি, ব্রজেশ হিরজি, অশ্বিনী কালসেকর, মুরলী শর্মা, টিকু তালসানিয়া, বিজয় পটকর, ব্রিজেন্দ্র কালা, অনিল চরণজিত, উদয় টিকেকর, অভিনয় রাজ সিং প্রমুখ। এর মধ্যে এক বিরাট অংশের অভিনেতা রোহিতের টিমের স্থায়ী সদস্য। তাঁরা এই মুহূর্তে বলিউডের অন্যতম সেরা কমেডিয়ান। এঁদের ওপর নিঃসন্দেহে অনেকটাই দাঁড়িয়ে আছে এ ছবির বাণিজ্যিক সাফল্য!

Images 12 1
পর্দায় শেঠি সার্কাস 8

‘সার্কাস’-এ ক্যামিও অবতারে আছেন রোহিতের ফেভারিট অজয় দেবগন এবং বিউটিফুল দীপিকা পাড়ুকোন। এঁরা কেন, বা, কোন সিকোয়েন্সে পর্দায় অবতীর্ণ হবেন, সেটা ‘সার্কাস’ দেখার পর মালুম হবে। আপাতত সকলেরই চোখ রণবীর সিংয়ের দিকে। ‘ভ্রান্তিবিলাস’-এ ছিল উত্তম-ম্যাজিক আর ‘আঙ্গুর’-এ ছিলেন বলিউডের সর্বকালের অন্যতম সেরা অভিনেতা সঞ্জীবকুমার। অর্থাৎ রণবীর বেশ বড় এক চ্যালেঞ্জের মুখে। এমনিতে, রণবীরের কেরিয়ারে হিট ছবির সংখ্যা ঈর্ষণীয়। তিনি বি টাউনের বেশিরভাগ পরিচালকেরই অত্যন্ত প্রিয়পাত্র। অনেকেই তাঁকে তাঁদের ছবিতে অপরিহার্যও মনে করেন। এহেন রণবীরের রোহিত শেঠির ছবিতে অভিষেক ঘটছে ‘সার্কাস’-এর হাত ধরে। সাধারণভাবে কমেডিতে জুড়ি নেই রণবীরের। তবে, ক্লাসিক সাহিত্যের প্রেক্ষিতে কতটা সফল হবেন তিনি, সে কথা ছবি মুক্তির পরেই বোঝা যাবে।

Images 14
পর্দায় শেঠি সার্কাস 9

প্রসঙ্গত, আর এক যমজের ভূমিকায় বরুণ শর্মাও প্রত্যাশিত মাত্রাতেই যোগ্য জুড়িদার হবেন, নিশ্চয়ই। এ ছবি তাঁর কেরিয়ারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ! তবে, পূজা হেগড়ে বা জ্যাকুলিন ফার্নান্দেজ বলিউডের বাকি মশালা ছবির মতোই নিজেদের ভূমিকা পালন করবেন, বোঝাই যাচ্ছে। শেক্সপিয়রের ‘কমেডি অফ এররস’-কে রোহিত শেঠির ‘সার্কাস’-এ পরিণত করার ক্ষেত্রে নেপথ্য অবদান যাঁদের, এবার তাঁদের কথা। গল্প লিখেছেন ফারহাদ সামজি, সঞ্চিত বেদ্রে ও বিধি ঘোড়গাওঁকর। চিত্রনাট্য লিখেছেন ইউনুস সাজাওয়াল। মিউজিক দেবী শ্রী প্রসাদ, বাদশা, লিজো জর্জ-ডি জে চেতাস। পরিবেশনা রিলায়েন্স এন্টারটেনমেন্ট। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রোহিতের ‘সার্কাস’।