পর্যটন নিয়ে ননস্টপ আড্ডা আগামী মঙ্গলবার
আগামী ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিশেষ আড্ডায় আমরা ভেসে যাব ছুটির মেজাজে। পুজোর ছুটির অনেকটা জুড়ে থাকে পর্যটন। আর তাই নিয়েই কথা বলবেন পর্যটনপ্রেমী মানস চৌধুরী, রিসর্টের কর্নধার ও ট্যুরিজম এক্টিভিস্ট মহাশ্বেতা রায়, ট্যুর অপারেটর অমিতাভ চট্টোপাধ্যায় ও পর্যটন ব্যবসায়ী মধুমিতা মন্ডল। অনুষ্ঠানের শিরোনাম ‘চলো যাই চলে যাই…’! মা দুর্গার যে রূপ আমরা পৌরাণিক গাথায় পাই, আর যে দুর্গারা হাটে বাটে মাঠে উদয়াস্ত ছুটে বেড়ায়–সমাজের দিকে তাকালে, কোথাও যেন সব মিলেমিশে একাকার হয়ে যায়। কল্পনার দেবীরূপ, তার উদ্ভাস আমাদের মননে। আর বোধ ও চেতনায়, প্রতিদিনের যাপনে যে নারী, সে দেবী নয়, মানবী। তবে প্রত্যেক নারীই তার ‘মানব’ মনে এক দেবীকে ধারণ করে। আজ সন্ধ্যা ৭টায় তেমনই কয়েকজন নারীর সঙ্গে আড্ডা। উপস্থিত থাকবেন নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক সমাপ্তি দাস, সঙ্গীতশিল্পী অপর্ণা দে, বাচিকশিল্পী স্বাতী কর, শিক্ষক ও ইউটিউবার সোনিয়া দত্ত। ন্যাশনাল স্কলারশিপ প্রাপ্ত বিশিষ্ট সংগীতশিল্পী নীলাদ্রি নাথ উপস্থিত থাকবেন আগামী ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায়। আপনারা ননস্টপ আড্ডা দেখছেন প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়। এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন সাংস্কৃতিক ও বিনোদন জগতের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি তো আছেই।