Monday, February 3, 2025
৫ফোড়ন

পানমশলার বিজ্ঞাপনে যশের ‘না’

তারকারা সকলেই যে নিছক পয়সার জন্য যে কোনও কাজ করতে রাজি হয়ে যান, সেটা নয়। ব্যতিক্রমীও আছেন। অভাবনীয় সেই দৃষ্টান্তই রাখলেন সাম্প্রতিক বাম্পার হিট ‘KGF Chapter 2’ খ্যাত দক্ষিণী সুপারস্টার যশ। জনপ্রিয় পানমশলা ব্র্যান্ডের কোটি টাকার বিজ্ঞাপনের অফার ফিরিয়ে দিলেন তিনি। যদিও এই জাতীয় বিজ্ঞাপনে শাহরুখ খান, অজয় দেবগন, অক্ষয় কুমাররা ইতিমধ্যেই দৃশ্যমান। যশের এনডোর্সমেন্টের কাজটা দেখে যে এজেন্সি, তারা এর সত্যতা স্বীকার করে জানিয়েছে, তাঁর অগণিত ভক্ত থেকে দেশের অসংখ্য সাধারণ মানুষের কাছে পানমশলার অভ্যাস কতটা ক্ষতিকারক, সেই বার্তাই দিতে চেয়েছেন যশ। বলা বাহুল্য, তিনি এই বিজ্ঞাপনটা করতে রাজি হলে, এর উল্টো বার্তাটাই যেত সকলের কাছে। সত্যি ! এঁকেই বলে হিরো !