পুজোর আর মাত্র ৬৫ দিন বাকি, এই সময়ে শুনে নিন শিল্পী বর্ণা দত্তের কন্ঠে আগমনী গান…
বাঙালির ১২ মাসে ১৩ পার্বন। তার মধ্যে অন্যতম হলো বাঙালির দুর্গোৎসব। শরৎ – এর মেঘ, শিউলির গন্ধ আর কাশবনের দোলায় বাঙালির হৃদয় দশভুজার আগমন কে উন্মুক্ত চিত্তে স্বাগত জানায়। অর্থাৎ বাঙালির মনে প্রাণে তখন সারা জাগায় একটাই কথা – মা আসছেন। দূর্গা মায়ের আগমনের বাণী ঘোষণা করেই যেন প্রকৃতি সেজে ওঠে এক অভিনব সাজে। আর এই অভিনব সজ্জায় সজ্জিত করতেই প্রকাশিত হয়েছে শিল্পী বর্ণা দত্তের কন্ঠে এক মধুর আগমনী গান। শুধু গানই নয়, পাশাপাশি প্রকাশিত হয়েছে গানটির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সুন্দর একটি ভিডিও। সমস্ত ডিজিটাল প্লাটফর্ম এই রয়েছে এই আগমনী গানটি পাশাপাশি শিল্পী বর্ণা দত্তর নিজস্ব ইউটিউব চ্যানেল ও ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেল এ এই আগমনী গানটির ভিডিও প্রকাশিত হয়েছে। যারা এখনও গানটি শোনেননি বা দেখেননি তাদের জন্য নিচে ইউটিউব লিংক টি দেওয়া হলো। আপনারা অবশ্যই এই লিংক এ ক্লিক করে শিল্পী বর্ণা দত্তের আগমনী গানটি শুনতে ও তার ভিডিও টি দেখতে পাবেন।