Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

পুজোর সুর ননস্টপ আড্ডায়

বিশ্বকর্মা পুজোর দিন থেকেই উৎসবপ্রিয় বাঙালির প্রাণে খুশির জোয়ার। নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ আর ঘুড়ির লড়াই দেখতে দেখতে মায়ের আগমন প্রতীক্ষা। ঘুম ভাঙতেই ভেসে আসে শিউলির সুবাস। ননস্টপ আড্ডার আসরেও সেই একই আমেজ। আজ উৎসব-আড্ডায় উপস্থিত থাকবেন চিত্রশিল্পী রত্না বোস, সঙ্গীতশিল্পী মৌমিতা চ্যাটার্জি ও রন্ধনশিল্পী জয়ন্তী ঠাকুর। পুজোর নানা দিক, তার সঙ্গে বাঙালির পুজোর অন্যতম সেরা অঙ্গ খানাপিনা এই নিয়েই জমে উঠবে আড্ডা। গত সপ্তাহে ননস্টপ আড্ডা মুখর হয়ে উঠেছিল বাচিকশিল্পী সুদীপ্তা চক্রবর্ত্তীর অসাধারণ ও প্রাসঙ্গিক কিছু কবিতার নিবেদনে। সঙ্গে ছিল দুর্গাপূজার বিষয়ে কথোপকথন। আগামী ২৯ সেপ্টেম্বর উৎসব-আড্ডায় উপস্থিত থাকবেন সাংবাদিক ভাস্কর ঘোষাল ও লেখিকা সুদীপ্তা ব্যানার্জি। পুজো নিয়ে নানা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠে আসবে এই আড্ডায়। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। বিভিন্ন বিষয়ে আলোচনা হয় আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।