পুজোর সুর ননস্টপ আড্ডায়
বাংলার গ্রাম-শহর জুড়ে মহা উৎসবের আয়োজন শুরু হয়ে গিয়েছে। চলছে শেষ মুহূর্তের মহড়া। মণ্ডপে ব্যস্ত উদ্যোক্তারা। আমাদের ননস্টপ আড্ডার আসরেও উৎসবের সুর। আজ সেই অনুষঙ্গেই উৎসব-আড্ডায় উপস্থিত থাকবেন উপস্থাপক, আবৃত্তি ও নৃত্যশিল্পী সোমা মুখোপাধ্যায় ও লেখিকা সুদীপ্তা ব্যানার্জি। পুজোর ভাবনা, উদযাপন, ঐতিহ্য ও সামাজিকতা ইত্যাদি নিয়ে নানা প্রসঙ্গ উঠে আসবে এই আড্ডায়। গত সপ্তাহে আড্ডার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী রত্না বোস, সঙ্গীতশিল্পী মৌমিতা চ্যাটার্জি ও রন্ধনশিল্পী জয়ন্তী ঠাকুর। মৌমিতার আবৃত্তি দিয়ে শুরু। তারপর পুজোর নানা দিক, তার সঙ্গে বাঙালির পুজোর অন্যতম সেরা অঙ্গ খানাপিনা–এইসব নিয়েই নানা কথায় দারুণ জমে উঠেছিল আড্ডা। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ইত্যাদি ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। বিভিন্ন বিষয়ে আলোচনা হয় আড্ডার মেজাজে। সঙ্গে কথা-গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই। নিজস্ব প্রতিনিধি