Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

প্রকাশিত হলো ‘তিন কন্যা’

আরুণি মিউজিক স্কুলের  উদ্যোগ এবং ব্যবস্থাপনায় সম্প্রতি আইসি সি আর-এর অবনীন্দ্র  ঠাকুর গ্যালারিতে প্রকাশিত হলো তিন শিক্ষার্থী শিল্পী শৌরী দাস, কুন্তলা চক্রবর্তী এবং সুলক্ষ্মণা ঘোষের রবীন্দ্রসঙ্গীতের এলবাম ‘তিন কন্যা’।  সিডিটি প্রকাশ করেছে হিন্দুস্থান রেকর্ডস। এলবাম প্রকাশ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন শ্রাবণী  সেন, জয়তী চক্রবর্তী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান রাজ্যশ্রী ঘোষ, প্রবুদ্ধ  রাহা, দেবাশিস রায়চৌধুরী,  রোহিনী রায়চৌধুরী প্রমুখ।

Img 20230416 Wa0024 Edited
প্রকাশিত হলো 'তিন কন্যা' 3

প্রসঙ্গত, বাংলাদেশের দুই কন্যা কুন্তলা এবং  সুলক্ষ্মণা বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠরত। অপর কন্যা শৌরী ওই বিশ্ববিদ্যালয় থেকেই রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা সমাপ্ত করেছেন। তিন কন্যার মিল শুধু এখানেই নয়,  আরুণি মিউজিক স্কুলও তাঁদের মধ্যে যোগসূত্র স্থাপনের অন্যতম কারিগর। কারণ, তিন কন্যাই এই স্কুলে রবীন্দ্রসঙ্গীত, ঠাকুরবাড়ির গান এবং  ব্রহ্মসংগীতে তালিম নিয়ে নিজেদের সমৃদ্ধ করেছেন। রবীন্দ্রনাথের সুবিশাল মণিমাণিক্যসম সঙ্গীতসম্ভারকে ভারত এবং বাংলাদেশের বাঙালিদের মধ্যে আরও বেশি বিস্তৃত করায় প্রয়াসী আরুণি মিউজিক স্কুল–এমনটাই জানালেন সংস্থার প্রতিষ্ঠাতা ড: অভিজিৎ মজুমদার এবং সুকান্ত চক্রবর্তী। শুধু সঙ্গীতশিক্ষাই নয়, পারস্পরিক  দৃষ্টিভঙ্গির আদানপ্রদানের অন্যতম মাধ্যমও এই স্কুল। সেই সঙ্গে রবীন্দ্রনাথের সৃষ্টি সম্পর্কিত বিরল তথ্যাদি এবং স্বরলিপি সংরক্ষণের কাজেও সমানভাবে সচেষ্ট এই সংস্থা। তিন কন্যার এই সদ্য প্রকাশিত সিডিটি শ্রোতাদের ব্যাপক সমাদর পাবে বলেই আশা প্রকাশ করেন ওঁরা।