প্রতি মঙ্গলবার জমজমাট ‘ফিকশন টাইম’-এ
শুরু হয়েছে আমাদের নতুন আয়োজন ‘ফিকশন টাইম’। গত মঙ্গলবার এই আড্ডার অতিথি ছিলেন স্বাধীন সাংবাদিক, চিত্র পরিচালক ও কবি তন্ময় দত্তগুপ্ত। বিনোদনের সঙ্গে ফিকশনের সম্পর্ক অঙ্গাঙ্গী জড়িয়ে। বিষয়টি সুন্দর বিশ্লেষণ করলেন তন্ময়। আদতে বিনোদনের আকাশ আজ বহুদূর প্রসারিত। সিনেমা, টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ, পডকাস্ট–প্রযুক্তির দৌলতে সবই এখন হাতের মুঠোয়। উপভোক্তারা তাঁদের স্মার্ট ফোনটিকে স্পর্শ করলেই পেয়ে যাচ্ছেন যাবতীয় উপাচার। ফিকশন অর্থাৎ কাহিনি-নির্ভর সৃষ্টি চিরকালই বিনোদন বাণিজ্যে অপরিহার্য ! সেই অনুষঙ্গেই আমাদের ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে নতুন শো ‘ফিকশন টাইম’, দেখছেন প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। আগামী মঙ্গলবার আমাদের অতিথি আকাশবাণী কলকাতার অনুষ্ঠান উপস্থাপক উমা মৈত্র। আমরা আলোচনা করব রেডিও নাটক বিষয়ে। প্রতি সপ্তাহে এই আড্ডায় উপস্থিত থাকছেন মঞ্চ, সিনেমা, রেডিও, টিভি অর্থাৎ বিনোদন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্বগণ। আর অন্যান্যবারের মতোই সঙ্গে থাকবেন আপনারা, আমাদের প্রিয় দর্শকবন্ধুরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের উৎসাহিত করুন।