Sunday, May 19, 2024
কৃষ্টি-Culture

প্রেমপত্রের সিম্ফনি

সোশ্যাল মিডিয়া তখন কোথায় ? প্রেমের আদানপ্রদানা চিঠিই ছিল তখন একমাত্র বাহক।  দয়িতার কাছে এভাবেই পৌঁছে যেত দয়িতের  তীব্র আবেগ। দু’পক্ষের ক্ষেত্রেই এই যে আবেগের বিনিময়, তাতে সেই চিঠিগুলির ভূমিকা ছিল অপরিসীম। ‘Symphony of love letters’ বা  ‘প্রেমপত্রেরর সিম্ফনি’ হল সেই আবেগের প্রতিফলনযুক্ত এমন একটি কোলাজ, যেখানে শতাব্দী প্রাচীন প্রেমের চিঠিগুলির অনুরণনকে পুনরায় তৈরি করার জন্য সঙ্গীত কবিতা,গান, বর্ণনা এবং ভিস্যুয়ালের মেলবন্ধন ঘটেছে। অনুষ্ঠানটি হয়ে গেল গত ১৩ এপ্রিল সন্ধ্যায় টালিগঞ্জ ক্লাব প্রাঙ্গনের এ.সি. অডিটোরিয়ামে।

অনুষ্ঠানে বাংলা, ইংলিশ ও হিন্দি গানের সঙ্গে ছিল পিয়ানোর মূর্ছনা। ভাষ্যে নানা প্রেমের পত্রলিখন অন্তর্ভুক্ত। সেই কালিদাসের মেঘদূত যেখানে বিরহী যক্ষ প্রেম বার্তা প্রেরণ করেছিলেন মেঘের মাধ্যমে আলোকাপুরীতে তার প্রিয়ার কাছে, সেটাও যেমন ছিল। তেমনই স্থান পেয়েছে ওমর খৈয়াম থেকে শুরু করে কৈফি আজমি, রানি ভিক্টরিয়া থেকে নেপোলিয়ান বোনাপার্ট–এঁদের সবার প্রেমবার্তাকে কেন্দ্র করে  Symphony of love letters আবর্তিত হয়েছে। অংশগ্রহণ করছেন শুভা পাল(ভাবনা ও স্ক্রিপ্ট নির্মাণ), রাজলক্ষ্মী শ্যাম (পিয়ানো), বিপ্লব দাশগুপ্ত (কথা), বাবুল দাস ও অনুতোষ মুখোপাধ্যায় (সঙ্গীত)।