Monday, February 3, 2025
টলিউডলাইম-Light

প্রথম ফিচার ছবিতেই বেশ ব্যতিক্রমী গল্প নিয়ে হাজির পলাশ

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। আজই মুক্তি পাচ্ছে পরিচালক পলাশ দে’র ‘অসুখওয়ালা-দ্য পেইন হকার’। লিখেছেন অজন্তা সিনহা

বেশ ভিন্নস্বাদের এক গল্প পর্দায় নিয়ে এসেছেন পরিচালক পলাশ দে, তাঁর ‘অসুখওয়ালা-দ্য পেইন হকার’ ছবিতে। ইদানীং ছবির নির্মাতা-নির্দেশকরা কনটেন্ট বেছে নেওয়ার ক্ষেত্রে অনেকবেশি জীবনমুখী ও বৈচিত্র্যবিলাসী। এই ছবির গল্পেও দর্শক সেই নির্যাসই পাবেন। প্রায় দেড়ঘণ্টা সময়সীমার এই বাংলা ছবি সময়োপযোগী কাহিনি ও স্মার্ট নির্মাণে নয়া প্রজন্মের দর্শকের নজর কেড়ে নেবে, এ কথা আগাম বলে দেওয়া যায়। বহুমুখী প্রতিভার অধিকারী পলাশ ছবি পরিচালনা করা ছাড়াও একজন গীতিকার, কবিতা, গল্প, উপন্যাস ও চিত্রনাট্য লেখক। এর আগে তিনি বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করেছেন। ‘অসুখওয়ালা-দ্য পেইন হকার’ তাঁর প্রথম ফিচার ছবি। এ ছবির কাহিনি-চিত্রনাট্যও পলাশ নিজেই লিখেছেন। 

ছবির গল্প এই–তরুণ রুদ্র মণ্ডল একটি ওষুধের দোকানের মালিক। তার ভাবনা সবসময় জীবন-মৃত্যুর দোলাচলে পাক খায়। রুদ্র নিঃসন্তান। স্ত্রী মিষ্টি ও সে নিজে এই বাবদ চিকিৎসাধীন। মিষ্টি অসুস্থ। দিন যত যায়, তার অসুস্থতা বাড়ে। ছবিতে ‘মেডিসিন’রাও চরিত্র হয়ে ওঠে, যারা মানবচরিত্র নিয়ে নানা কথা বলে। যেন মানুষের ব্যথা, ভালোবাসা, লোভ-লালসা ইত্যাদি বিষয়েও বোঝে তারা। মাঝে মাঝে রুদ্রর বিরুদ্ধেও দাঁড়ায়। এমনকী নিজেদের ইচ্ছামতো চিকিৎসাও শুরু করে তারা। এইসব কাণ্ডে অসহায় বোধ করে রুদ্র। চরম হতাশা ঘিরে ধরে তাকে। হঠাৎই একজন রোগী মারা যায় ও পরিস্থিতি এমন দাঁড়ায়, দোকান বন্ধ করতে হয় রুদ্রকে। এক রাতে চোরের মতো নিজের ওষুধের দোকানে প্রবেশ করে রুদ্র। তারপর কী হয়…? ছবির শেষে পাবেন এর উত্তর !

‘অসুখওয়ালা-দ্য পেইন হকার’ প্রযোজনা করেছেন উৎপল পাল। ডিওপি অমর দত্ত। সম্পাদনা সংলাপ ভৌমিক। মিউজিক ময়ূখ-মৈনাক। কলকাতা ও ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন ফিল্ম উৎসবে ইতিমধ্যেই প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে এই ছবি। অভিনয়ে আছেন সায়ন ঘোষ, স্নেহা চট্টোপাধ্যায়, অমিত সাহা, শুভজিৎ বকসি, পাপিয়া ঘোষ, শ্যামল কুমার দে, দিগন্ত সাহা, তিতাস বন্দোপাধ্যায়, পিউ মণ্ডল, সুকান্ত গুহরায়, তপন রায়, প্রণব দেবনাথ, পলাশ সাহা, সবিতা ঘোষ, মৌসুমী দাস, সোমরা ওরাং, রিয়া পাল ও উৎপল পাল।