Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

‘প্রিয়তার বন্ধন’-এ বাঁধা পড়লেন বাংলাদেশের প্রখ্যাত কবি ইমরোজ সোহেল

দর্শকে টইটম্বুর মিলনায়তনে ‘বিশ্বভরা প্রাণ’ ভারত কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো দুই বাংলার সাংস্কৃতিক সম্মিলন ‘প্রিয়তার বন্ধন’। গত ২৭ আগস্ট রামমোহন লাইব্রেরীর রায়া দেবনাথ মিলনায়তনে ‘বিশ্বভরা প্রাণ’, ভারতের সারথীদের সমবেত সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। সম্মিলনের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের জনমানসের অতি প্রিয় কবি ইমরোজ সোহেলকে সংবর্ধনা প্রদান। এরপর মঞ্চে আসেন কবি ইমরোজ সোহেল। শ্রোতারা মুগ্ধ হয়ে শোনেন তাঁর বক্তব্য। জানা যায়, এ যাবৎ কবির ২০টি কাব্যগ্রন্থ ও ৩টি উপন্যাস প্রকাশিত হয়েছে। “ভারত কমিটির সভাপতি বিধুরা ধর আমাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন, এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। এটা একেবারেই ব্যতিক্রমী একটি অনুষ্ঠান”–জানান অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি কবি দেবব্রত সিংহ। তিনি এ বাবদ ‘বিশ্বভরা প্রাণ’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহান বশীরকেও ধন্যবাদ জানান। 

এই ভিন্নধর্মী অনুষ্ঠান সাজানো হয়েছিল কথামালা, আবৃত্তি, কবিকণ্ঠে কবিতা ও সঙ্গীতের মাধ্যমে। এদিন বাংলাদেশের কবি ও ‘বিশ্বভরা প্রাণ’-এর প্রধান উপদেষ্টা ইমরোজ সোহেল ছিলেন অনুষ্ঠানের মধ্যমণি। তাঁকে সংবর্ধনা জানান ‘বিশ্বভরা প্রাণ’-এর ভারত কমিটির সংস্কৃতিপ্রিয় বন্ধুরা–ডঃ সত্যরঞ্জন বিশ্বাস (কবি ও সঙ্গীতশিল্পী), কবি সারস্বত, কবি মাধবী মিত্র, ডাঃ মিহির কুমার হালদার (সঙ্গীত), ইন্দিরা মিত্র (সঙ্গীত), কাকলি বক্সী আচার্য্য (সঙ্গীত), তিষণ সেনগুপ্ত (আবৃত্তি), পুষ্পিতা নন্দী (আবৃত্তি), রীতা বসু (সঙ্গীত) প্রমুখ। 

এছাড়াও বাংলাদেশ থেকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডঃ শাহাদাৎ হোসেন নিপু, কবি ও লেখক এস এম আলি আসগর রাজা, কবি সাজাহান সাজু, তাঁদের সুচারু কথামালা নিয়ে। সম্মানিত অতিথির তালিকায় পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত ছিলেন কবি ও শিশু সাহিত্যিক  রূপক চট্টরাজ, কবি,সম্পাদক ও অধ্যাপক ডঃ সত্যপ্রিয় মুখোপাধ্যায়, কবি, প্রাবন্ধিক ও সাহিত্যিক তারাশঙ্কর বন্দোপাধ্যায়, আবৃত্তিশিল্পী পার্থ বসু, আবৃত্তিশিল্পী রাতুলা বসু, কবি ও শিশু সাহিত্যিক কেশব রঞ্জন, আবৃত্তিশিল্পী দেবাশিস কুমার বসু, আবৃত্তিশিল্পী অঞ্জল চট্টোপাধ্যায়, আবৃত্তিশিল্পী সেলিম দুরানি। প্রত্যেকে উজ্জ্বল ছিলেন মনোগ্রাহী নিবেদনে।

ছোট্ট বন্ধুদের দলীয় আবৃত্তি পরিবেশনা ছিল সাবলীল ও উপভোগ্য। নিবেদক ছিল ‘আমরা অআকখ’, পরিচালনায় রাজু দত্ত। এছাড়া রাখী ভট্টাচার্যর পরিচালনায় ‘শ্রুতি কথা’-ও এককথায় ছিল বেশ চিত্তাকর্ষক। অনুষ্ঠানে আমন্ত্রিত কবি হিসেবে উপস্থিত ছিলেন অমৃতা মুখার্জি, রূপা দে,  প্রদীপ কুন্ডু ও উত্তম কর্মকার। আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে যাঁদের উজ্জ্বল উপস্থিতি  ছিল, তাঁরা হলেন চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়, রূপা লাহিড়ী, অরুনিমা সরকার, মৌ পাঠক সিংহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটিকে নান্দনিক কথামালায় গাঁথলেন ওপার বাংলার গুণী আবৃত্তিশিল্পী এবং সংগঠনের প্রতিষ্ঠাতা জাহান বশীর।