বাজল তোমার আলোর বেণু…
পুজোর ভাবনা, উদযাপন, ঐতিহ্য ও সামাজিকতা ইত্যাদি নিয়ে নানা প্রসঙ্গ উঠে এসেছিল গত সপ্তাহের ননস্টপ আড্ডায়। উৎসবের সুর এখন প্রতি শুক্রবার সন্ধ্যায়, এই অনলাইন লাইভ শোয়ের পর্বে পর্বে। আবৃত্তি শিল্পী সোমা মুখোপাধ্যায় শোনান পুজোর আনুষঙ্গিক দুটি আবৃত্তি। নিজের লেখা গল্প পাঠ করেন সুদীপ্তা ব্যানার্জি। দুই অতিথিরই নিবেদন ছিল মনোজ্ঞ। আজ সন্ধ্যায় উৎসব স্পেশালে আমরা শুনব পুজোকে ঘিরে বিন্যস্ত নানা বাংলা গান। অতিথি সঙ্গীতশিল্পী অর্পিতা কর মণ্ডল। ননস্টপ বিনোদন চ্যানেল ও আমার আমি ইউটিউব চ্যানেলে আমাদের ননস্টপ আড্ডা ও ফিকশন টাইম শোয়ের স্লটে আগামী কয়েক সপ্তাহ জুড়ে থাকবে ব্যতিক্রমী কয়েকটি আয়োজন–’জাগো…জাগো দুর্গা…’, ‘আনন্দময়ীর আগমনে…’ ও ‘যেও না নবমী নিশি…’! অনুষ্ঠানগুলি যথাক্রমে দেখবেন আগামী ১৩, ১৭ ও ২৪ অক্টোবর সন্ধ্যা ৭টায়। ভাবনা, পরিকল্পনা, সংকলন ও রচনা অজন্তা সিনহা। পাঠ অপরাজিতা মজুমদার। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, নাটক, সাহিত্য, পর্যটন, ফ্যাশন ইত্যাদি ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। বিভিন্ন বিষয়ে আলোচনা হয় আড্ডার মেজাজে। সঙ্গে কথা-গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।