Monday, February 3, 2025
বিনোদন প্লাস স্পেশাললাইম-Light

বিগ বি-র কমেডি কামাল ‘গুডবাই’-এ

লিখেছেন চয়নিকা বসু

ন্যাশনাল ক্রাশ কথাটার অর্থ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন রশ্মিকা মন্দনা। বলা বাহুল্য, দক্ষিণী তথা বহুভাষিক ছবি ‘পুষ্পা’-ই এই দেশজোড়া ক্রাশের কারণ। এরই সঙ্গে তাঁর মুকুটে যুক্ত হয়েছে আর একটি রঙিন পালক। তাই নয়তো কী, বলিউডের বিগ বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধার ব্যাপারটা তো যে কোনও নবাগতের পক্ষে দুরন্ত এক আপলিফনেন্ট। যদিও এই ছবি, অর্থাৎ ‘গুডবাই’ হিসেব মতো রশ্মিকার দ্বিতীয় হিন্দি ছবি। ‘পুষ্পা’ মুক্তির এক বছর আগেই রশ্মিকা সই করেছিলেন তাঁর প্রথম হিন্দি ছবিতে, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটিতে, ছবির নাম ‘মিশন মঞ্জু’। সে হোক, ‘গুডবাই’ দ্বিতীয়ই সই–এই ছবি ঘিরে রশ্মিকার ফ্যান ফলোয়িং যে বলিউডি দর্শকের কাছেও অনেকটা বেড়ে গেছে, তাতে কোনও সন্দেহ নেই।

‘গুডবাই’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার বিষয়ে সংবাদ মাধ্যমে বলতে গিয়ে উচ্ছ্বসিত রশ্মিকা! লুকোননি নিজের অভিভূত হওয়ার অনুভূতি। সহ শিল্পীর মধ্যে একজন বড় মাপের অভিনেতা শুধু নয়, একজন প্রকৃত শিক্ষককে খুঁজে পেয়েছেন রশ্মিকা। তিনি বলেছেন, “আমার অভিনয়ের ধরণটাই কত বদলে গেল বচ্চন স্যরের সঙ্গে কাজ করতে গিয়ে। তিনি আমার জীবনে বিশাল ভূমিকা পালন করেছেন। ওঁর সঙ্গে প্রথম হিন্দি ছবি করতে পেরে আমি ধন্য।” আরও বেশি মানুষের কাছে পৌঁছনোর ভাবনা থেকেই রশ্মিকার হিন্দি সিনেমায় কাজ করা। তাঁর সেই স্বপ্ন অনেকটাই পূর্ণ হয়েছে। এর আগে বলিউড শাসন করেছেন যেসব দক্ষিণী নায়িকা–তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বৈজন্তীমালা, হেমা মালিনী, রেখা, শ্রীদেবী, জয়া প্রদা প্রমুখ। রশ্মিকা কতটা তাঁদের উত্তরাধিকারী বিবেচিত হবেন, তার শুরুয়াতটা বোঝা যাবে তাঁর প্রথম হিন্দি ছবি মুক্তি পাবার পর।

তবে, আলোচনায় শুধু রশ্মিকা নন। এই ছবি ঘিরে আরও একবার বলিউডে দীর্ঘকাল রাজত্ব চালিয়ে যাওয়া সেই দীর্ঘ মানুষটি সম্পর্কে বিস্ময় মূর্ত হয়ে উঠেছে। তাঁর পরের শুধু নয়, পরেরও পরের প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন তিনি। ‘গুডবাই’ ছবির মুখ্য আকর্ষণ যে অমিতাভ বচ্চনই, সেকথা বলার অপেক্ষা রাখে না। পরিচালক বিকাশ বহেলের ‘গুডবাই’ হলো ভরপুর কমেডিতে মোড়া ফ্যামিলি ড্রামা। কাহিনি সেভাবে মিডিয়াতে প্রকাশ না পেলেও যতটুকু জানা যায়, প্রজন্মগত পার্থক্য থেকে পারিবারিক বৃত্তে যে পরিস্থিতি উদ্ভূত হয়, তাই নিয়েই মজার এক গল্পের জাল পর্দায় বুনেছেন বিকাশ। গল্প পল্লবিত ভাল্লা পরিবারের অন্দরে। বাড়ির প্রবীণা গৃহিণী (নীনা গুপ্তা) মারা যাওয়ার পর তাঁর স্বামী (অমিতাভ বচ্চন) চাইছেন চিরন্তন রীতি রেওয়াজ অনুযায়ী সৎকার। ছেলেমেয়েরা সেসব মানতে রাজি নয়। এই নিয়েই গোলমাল। পর্দায় যত গোলমাল, হলে তত দর্শকের হাসির যোগান।

শোনা যাচ্ছে, এ ছবিতে অমিতাভের বিপরীতে চুটিয়ে অভিনয় করেছেন বলিউডের শক্তিশালী অভিনেত্রীদের অন্যতম নীনা গুপ্তা। নীনা অভিনীত ‘বধাই হো’ ও ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ হিট হওয়ার পর প্রায় আড়ালে চলে যাওয়া এই অনন্য অভিনেত্রীকে ফিরে পেয়েছি আমরা, এটা নিশ্চয়ই এক বিশেষ সুখবর ! অভিনয়ে আরও আছেন সুনীল গ্রোভার, পাভেল গুলাটি, আশিস বিদ্যার্থী, এলি আব্রাম, সাহিল মেহতা, শিভিন নারাং, অরুণ বালি, সঞ্জীব পান্ডে, অভিষেক খান প্রমুখ। ‘গুডবাই’ প্রযোজনা করেছে একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স, সরস্বতী এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, গুড কোং প্রোডাকসন্স। বিকাশ নিজেই লিখেছেন ছবির গল্প। সিনেমাটোগ্রাফি সুধাকর রেড্ডি ইয়াক্কান্তি। মিউজিক অমিত ত্রিবেদী। ছবির ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে মাত্র দুটি গানই রয়েছে। সেখানে, স্বানন্দ কিরকিরের লেখা ‘জয়কাল মহাকাল’ গানটি ইতিমধ্যেই লোকের মুখে মুখে ফিরছে।

বলিউডের অ্যাংরি ইয়ংম্যানের বয়স বাড়লেও তারুণ্যে ভাঁটা পড়েনি। রীতিমতো ঈর্ষাযোগ্য অমিতজির এনার্জি লেভেল। তাঁর কমেডি টাইমিং তো তুলনাহীন। চরিত্রাভিনেতা হিসেবে যখন থেকে কাজ করছেন, বিগ বি-র কমেডি অভিনয় আরও বিচিত্র রঙ ছড়িয়েছে পর্দায়। এক্ষুনি মনে পড়ছে ‘চিনি কম’ ও ‘পিকু’–এই দুটি ছবির কথা। ‘গুডবাই’-এ আরও একবার সেই কমিক অবতার চূড়ান্ত পর্যায়ে দেখার জন্য রেডি তামাম হিন্দি ছবির দর্শক। অপেক্ষার পালা শেষ। সিনেমাহলে আজই মুক্তি পাচ্ছে ‘গুডবাই’। আর একটি খবর, ওয়েব দর্শকদের জন্য। শোনা যাচ্ছে, এ ছবি ওটিটি প্ল্যাটফর্মেও খুব শিগগিরই চলে আসবে।