Sunday, May 19, 2024
বলিউডলাইম-Light

ওকাম্পোর রবীন্দ্রনাথ

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। এই কলমে মাঝে মাঝে আমরা অন্য ভাষার ছবি প্রসঙ্গেও আলোচনা করি। কবিপক্ষে প্রদর্শিত তেমনই এক বিশেষ ছবি ‘থিংকিং অফ হিম’। ইন্দো-আর্জেন্টিনিয়ান এই ছবি নিয়ে লিখেছেন শ্যামলী বন্দোপাধ্যায়

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে বিশ্বজুড়ে কবির খ্যাতি ছড়িয়ে পড়ে। সাহিত্যানুরাগী ব্যক্তিরা তো বটেই,  এমনকী সাহিত্য থেকে দূরে থাকা মানুষজনও একবার তাঁর সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। সেটা ১৯২৪ সাল। জনপ্রিয়তার তুঙ্গে থাকা কবি আমন্ত্রিত হয়ে পেরুর স্বাধীনতার শতবর্ষ উদযাপনে যোগ দিতে যাচ্ছেন। যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ায়, রবীন্দ্রনাথকে কিছুদিন বিশ্রামের জন্য থাকতে হয় আর্জেন্টিনায়, ভিক্টোরিয়া ওকাম্পোর বাড়িতে। 

ভিক্টোরিয়া ওকাম্পো ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ফরাসী অনুবাদ পড়ে আগেই কবির অনুরাগী হয়ে পড়েছিলেন। তিনি শ্রদ্ধা, যত্ন, ভালবাসা ও মায়া-মমতা দিয়ে শুশ্রূষা করে কবিকে সুস্থ করে তোলেন। প্রায় দু মাস সেখানে থাকার সময় ৬৩ বছরের কবিগুরুর সঙ্গে ৩৪ বছরের ভিক্টোরিয়ার এক অপূর্ব সখ্যতা গড়ে ওঠে। তাঁদের সেই সুন্দর সম্পর্ক ও ভিক্টোরিয়ার চোখে রবীন্দ্রনাথ ঠাকুর কেমন ছিলেন, তাই নিয়েই ছবি বানিয়েছেন বুয়েনস আইরেসের সিনেমা ইউনিভার্সিটির অধ্যাপক পাবলো সিজার। ‘থিংকিং অফ হিম’ শিরোনামের এই ছবিতে অভিনয়ে ভিক্টোরিয়া ওকাম্পোর চরিত্রে আছেন আর্জেন্টিনার অভিনেত্রী এলিওনোরা ওয়েক্সলার ও কবিগুরুর চরিত্রে ভিক্টর ব্যানার্জ। এছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন রাইমা সেন ও হেক্টর বোর্দোনি। 

প্রসঙ্গত, রবীন্দ্রনাথের চরিত্রে ভিক্টর ব্যানার্জির অভিনয় আন্তর্জাতিক মাত্রায় পৌঁছে গেছে, যা বিশেষভাবে বলার। এমন এক চরিত্রে অভিনয় যে যথেষ্ট চ্যালেঞ্জিং, সেটা সবাই স্বীকার করবেন। ভারতীয় সিনেমার অত্যন্ত বিদগ্ধ, মেধাবী, প্রতিভাবান ও ব্যতিক্রমী একজন অভিনেতা তিনি। তাঁকে রবীন্দ্রনাথের চরিত্রে নির্বাচন করে ভুল করেননি পরিচালক পাবলো সিজার। সমানভাবে ওকাম্পোর চরিত্রে মরমি হয়ে উঠেছেন এলিওনোরা ওয়েক্সলার। ইংরেজি ভাষায় নির্মিত ‘থিংকিং অফ হিম’ ২০১৮ সালে মুক্তি পায়। ইন্দো-আর্জেন্টিনিয়ান এই ছবি আরও একবার, ২০২৩-এ, রবীন্দ্রনাথের জন্মদিনে দেখান হলো দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে।

ছবির বিষয়বস্তু এমন, যতবারই দেখা হোক না কেন, নতুন দিক যেন উন্মোচিত হয়। এক অতুলনীয় সময়ের দলিল ‘থিংকিং অফ হিম’। এক অনির্বচনীয় মানুষকে এক অনুপমা নারী যেভাবে দেখেন, তার অপরূপ চিত্রকল্প এই ছবিটি নানা কারণেই বারবার দেখার মতো। ছবির সহ-প্রযোজক পুরস্কারপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সুরজ কুমার। এদিন ছবির স্ক্রিনিংয়ের পর সুরজ কুমার বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র সমালোচক মুর্তজা আলী খানের সঙ্গে আলাপচারিতায় রত হন। ছবি নিয়ে আলাপন ছাড়াও সেখানে ছিল কবিগুরুর ক্রমবর্ধমান প্রাসঙ্গিকতা নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে আলোকপাত। কথোপকথনটি যে যথার্থই চিত্তাকর্ষক হয়ে ওঠে, সেকথা বলার অপেক্ষা রাখে না।