বিশেষভাবে সক্ষম শিশুদের কথা ননস্টপ আড্ডা-য়
গত সপ্তাহে প্রযুক্তিগত সমস্যায় আমরা সম্প্রচার করতে পারিনি ননস্টপ আড্ডার বিশেষ নিবেদন ‘চেতনায় নজরুল’। ননস্টপ বিনোদন চ্যানেলে-র দর্শক এই অনুষ্ঠানটি দেখবেন আগামী ৩০ জুন সন্ধ্যায়। বিশেষভাবে সক্ষম কথাটা আজকাল হয়তো বলি আমরা। তবু, কোথায় যেন ওদের সঙ্গে এক অনতিক্রম্য দূরত্ব আজও ঘোচেনি আমাদের। আমরা মনে মনে আজও দূরেই ঠেলে রাখি ওদের। শারীরিক বা মানসিক যে দিক থেকেই হোক, বিশেষভাবে সক্ষম এই শিশুদের নিয়েই আজ সন্ধ্যায় আমাদের আলোচনা। অতিথি ডঃ ময়ূরী মিত্র। বিশিষ্ট নাট্যবিদ ও লেখক ময়ূরী এই শিশুদের শিক্ষকতার সঙ্গে অঙ্গাঙ্গী জড়িয়ে আছেন। তাঁর কাছে নানা অভিজ্ঞতার কথা শুনব আমরা। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।