Sunday, May 5, 2024
কৃষ্টি-Culture

শিশুদের নিয়ে মনোজ্ঞ নিবেদন

শিশুশিক্ষা বিষয়ে কবিগুরু রবীন্দ্রনাথ বস্তুনিষ্ঠ শিক্ষার পক্ষপাতি ছিলেন। তাঁর কথায়,“শিক্ষা জিনিষটা জৈব, যান্ত্রিক নয়। এর সম্বন্ধে কার্যপ্রণালীর প্রসঙ্গ পরে আসতে পারে, কিন্তু প্রাণ-প্রক্রিয়ার প্রসঙ্গ সর্বাগ্রে।” আর এই রাবীন্দ্রিক ভাবধারাকে বজায় রেখেই শিশুদের নিয়ে লিটল হার্ট একাডেমি স্কুলের ১৬তম বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হলো সম্প্রতি বাটা স্পোর্টস ক্লাব হলে। মঞ্চে ছোট ছোট স্কুলের বাচ্চাদের নিয়ে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান আগাগোড়া উপভোগ্য ছিল। স্কুল শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। 

অনুষ্ঠানে ছিল ছোটদের স্বাগত নৃত্য, তাদেরই অভিনীত নাটক ‘অবাক জলপান’, স্কুলের শিক্ষিকাদের গান এবং পরে পড়ুয়াদের নৃত্য পরিবেশন। প্লে ক্লাস থেকে শুরু করে বড় এবং সঙ্গে স্কুলের শিক্ষিকাদের অনুষ্ঠান সকলের মন জয় করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী পুষ্পক মুখার্জি, স্কুলের প্রধান শিক্ষিকা সর্বানী চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ মৃণাল মুখার্জি, মহেশতলা পৌরসভার ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত বেরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।